২২ গজে ‘রাজা’ হতে চান রাজা
নাম রাজা। পুরো নাম রেজাউর রহমান রাজা। ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টের দলে। তবে ডাক পাওয়া তার জন্য নতুন নয়। এর আগে পাকিস্তানের বিপক্ষেও হোম সিরিজে ডাক পেয়েছিলেন। কিন্তু কোনো ম্যাচ খেলা হয়নি।
এরপর দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে না থাকলেও সফর সঙ্গী ছিলেন। নামের সঙ্গে মিল রেখে ২২ গজেও রাজা হওয়ার সুপ্ত ইচ্ছে মনের মাঝে লালন করে চলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দলে ডাক পাওয়ার পরদিন আজ মিরপুরে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাব তিনি বলেন, ‘স্বপ্ন তো থাকেই ভালো কিছু করার। সেই চেষ্টা করব।’
বর্তমানে লাল বলে সাদা পোষাকের ক্রিকেটে পেস বোলিং আক্রমণ যে সিলেটের পেসারদের দিয়ে ভরে উঠেছে। এবাদত-খালেদ-রাহির পর রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে এবাদত ও খালেদ দলে থাকরেও রাহী নেই। বলা যায় তার স্থলাভিষিক্তই হয়েছেন রাজা। এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে তিনি ৮ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ১১টি। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ১১ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৩৬টি। লিস্ট ‘এ’ ১৩ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ২০টি।
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তার অভিষেক না হলেও এবার শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের সম্ভাবনা খুব বেশি। এর কারণ দলে এমনিতেই নেই তাসকিন। শরিফুলও এখনো অনিশ্চিত। সে হিসেবে খালেদের সঙ্গে তার বল হাতে সম্ভাবনা আছে প্রচুর। সুযোগ পেলে তার যথাযথ ব্যবহার করতে বদ্ধপরিকর এই তরুণ।
তিনি বলেন, ‘তিনি বলেন, ‘সব খেলোয়াড়ই অভিষেকের অপেক্ষায় থাকে। আমি অভিষেকের অপেক্ষায় আছি। সুযোগ হলে চেষ্টা করব ভালো কিছু করার। জোরে বল করাই আমার লক্ষ্য থাকে। দলের পরিস্থিতির চাহিদা মিটিয়ে ভালো জায়গায়, লাইন লেন্থ ঠিক রেখে জোরে বল করা।’
রেজাউর রহমান রাজার বলে গতি আছে অনেক। জোরের সঙ্গে বল করতেই তিনি। রুবেল হোসেনকে মানেন আদর্শ।
তিনি বলেন, ‘আমার আইডল রুবেল ভাই। আপনি যত খেলবেন তত অভিজ্ঞ হবেন। যেখানেই খেলি, সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি। গত কয়েক বছর ধরে পেসাররা ভালো বল করছে। বড় ভাইরা ভালো করছেন, এটা আমাদের জন্য মোটিভেশন। তাদের দেখে অনুপ্রেরণা পাই।’
এমপি/এমএমএ/