অলিখিত ফাইনালে মুখোমুখি আবাহনী-মোহনবাগান
বাংলাদেশে আবাহনী যেমন জনপ্রিয়, তেমনি কলকাতায় মোহনবাগান। বাংলাদেশে ফুটবলের সেই জনপ্রিয়তা এখন না থাকলেও কলকাতায় রয়ে গেছে সেই জনপ্রিয়তা। এ দুই ক্লাব এবার নিজেরা পরস্পরের বিপক্ষে মুখোমুখি হচ্ছে। লক্ষ্য এএফসি কাপে প্লে অফের বৈতরণী পার হয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া। খেলা এ একটি হওয়াতে কলকাতার সল্ট লেকে দুই দলের ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত ফাইনালে। জিতলে গ্রুপ পর্বে, হারলে বিদায়। যে কারণে ম্যাচটি হয়ে উঠেছে উত্তেজনায় ভরপুর। কলকাতায় ইতোমধ্যে ম্যাচটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যেন মোহনবাগান-আবাহনী নয়, ভারত-বাংলাদেশ ম্যাচ!
বাংলাদেশে ম্যাচটি নিয়ে তেমন আগ্রহ না থাকলেও ঢাকার ফুটবল পাড়ায় অবশ্য বেশ আগ্রহ তৈরি হয়েছে। খেলা শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। খেলা ড্র হলে অতিরিক্ত সময়ে গড়াবে। সেখানেও মিমাংসা না হলে টাইব্রেকারে হবে নিষ্পত্তি।
দুই দল এ পর্যায়ে আসতে আবাহনী মালদ্বীপের ভ্যালেন্সিয়ার বিপক্ষে ওয়াকওভার পেয়েছিল। মোহনবাগান নিজেদের মাঠে শ্রীলঙ্কার ব্লু স্টারকে বিধ্বস্ত করেছিল ৫-০ গোলে। যে দল জিতবে ‘ডি’গ্রুপে সেই দেশের দুইটি ক্লাব সুযোগ পাবে। ইতোমধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মার্জিয়া স্পোর্টস ক্লাব।
আবাহনী ও মোহনবাগান এর আগে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে এ আসরেই। নিজেদের মাঠে আবাহনী জিততে পারেনি। ড্র করেছিল ১-১ গোলে। কিন্তু কলকাতায় গিয়ে হেরেছিল ১-৩ গোলে। এবার মোহনবাগানকে তাদের মাঠে হারাতে চায় আবাহনী। এমনটিই জানিয়েছেন আবাহনীর অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন। আজ কলকাতায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের কাছে এ ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একে ফাইনাল হিসেবেই দেখছি। মোহনবাগানের মতো দলকে হারাতে গেলে আমাদের অত্যন্ত ভালো খেলতে হবে। মাঠে তাদের অনেক সমর্থক থাকবে জানি। তবে আমাদের ভয় পেলে চলবে না।’
আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোসও মনে করেন ম্যাচটি ফাইনাল হিসেবে। তিনি বলেন, ‘সবশেষ ম্যাচ আমাদের জন্য শিক্ষা। সেই ম্যাচে কিছু ভুল করেছিলাম আমরা এবং ওই ভুল থেকে আমরা শিখতে পারি। এটা আলাদা একটা ম্যাচ। আগেরবার দুই লেগের ম্যাচ ছিল, এবার এক লেগের ম্যাচ। এখানে হারের কোনো সুযোগ নেই। তাই এ ম্যাচ ফাইনালের মতো। জিততে হলে আমাদের সেরাটা দিয়ে লড়তে হবে।’
মোহনবাগানের অধিনায়ক প্রিতম কোটালও আবাহনীকে নিয়ে সতর্ক। তিনি বলেন, ‘আমি মনে করি, তারা খুবই ভালো দল। তাদের সম্মান করি। তারা তাদের খেলা খেলবে, আমরা আমাদের খেলা খেলব। সেরা দলটাই জিতবে।’
মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফের্নান্দোসও ম্যাচটিকে ফাইনাল হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘এ ম্যাচ ফাইনালের মতো। ম্যাচটা মোটেও সহজ হবে না। জিততে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’
এমপি/এসএন