লিটন-মুশফিকের অর্ধশতকে ঘুরে দাঁড়ালো টাইগাররা
লিটন ৯ বাউন্ডারি ও এক ছক্কায় ৮৩ রান এবং মুশফিক ৯ বাউন্ডারিতে ৬৯ রানে অপরাজিত
৫০ রান পেরুনোর আগে চার উইকেট হারালেও দ্বিতীয় সেশন শেষে উইকেট হারায়নি বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যান লিটন দাস ও মুশফিকুর রহমানের ব্যাটিং নৈপুণ্যে এ সেশন শেষে দলীয় স্কোর দাঁড়ায় ১৭১। লিটন ৯ বাউন্ডারি ও এক ছক্কায় ৮৩ রান এবং মুশফিক ৯ বাউন্ডারিতে ৬৯ রানে অপরাজিত।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। তবে ইনিংসের ১০ ওভার না পেরুতেই দুই ওপেনার সাদমান ইসলাম ও সাঈফ হাসানকে হারিয়ে বসে স্বাগতিকরা। দুই অঙ্কের (১৪ রান) ঘরে পৌঁছতেই আউট হয়ে সাজঘরে ফেরেন তারা। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে বেশি দূর যেতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। তিনি ৬ রানে ও শান্ত ১৪ রানে আউট হন।
বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।
/এসআইএইচ/এএস/