সুপার লিগের শেষ দুই স্থানের জন্য তিন দলের লড়াই
জাতীয় দলের ক্রিকেটাররা না খেললেও এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগ দারুণভাবে জমে উঠেছে। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ শেষে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার নিজ নিজ ক্লাবের হয়ে খেলছেন। টেস্ট সিরিজ শেষ। এখন বাকিদের দেখা যাবে সুপার লিগে। সুপার লিগের ৬টি দল অবশ্য চুড়ান্ত হয়নি। রবিন লিগের খেলাও অবশ্য শেষ হয়নি। শেষ রাউন্ডে এসে ঠেকেছে। তারপরই নিশ্চিত হবে কোন ছয় দল খেলবে সুপার লিগে। এদিকে শেষ রাউন্ডের আগেই চার দলের খেলা নিশ্চিত হয়ে গেছে। এই চার দল হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ড অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। বাকি দুটি স্থানের জন্য তিনটি ক্লাব লড়াই করছে। এই তিনটি ক্লাব হলো গাজী গ্রুপ ক্রিকেটাস, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও মোহামেডান।
এবারের লিগে গতবারের রানার্সআপ প্রাইম দোলেশ্বর ক্লাব নিজেদের সরিয়ে নিলে ১১ ক্লাবে নেমে আসে লিগ। ফলে প্রতিটি দলের একটি করে খেলা কমে দশে নেমে আসে। আগামীকাল বৃহস্পতিবার শেষ রাউন্ডের খেলা শুরু হলেও একমাত্র শাইনপুকুর ক্লাবই নিজেদের ১০টি খেলা শেষ করেছে। তাদের পয়েন্ট ৮। পয়েন্ট টেবিলে আছে সাতে। শেষ রাউন্ডের খেলা শেষে তাদের এই অবস্থানের হের-ফের হতে পারে।
শেষ রাউন্ডে সুপার লিগ নিশ্চিত করা চার দল যেমন চাইবে নিজ নিজ ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকতে তেমনি তিন দল চাইবে সুপার লিগ নিশ্চিত করতে। আবার রেলিগশন এড়ানোর চেষ্টাও থাকবে কোন কোন দলের। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৪। প্রাইম ব্যাংক ও আবাহনীর পয়েন্ট ১২ করে। কিন্তু নেট রান রেটে প্রাইম ব্যাংক তিনে, আবাহনী চারে। এই দুই দল আবার শেষ রাউন্ডে নিজেদের মাঝে খেলবে। দশম রাউন্ডে শেখ জামালের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল সিটি ক্লাব। শেখ জামাল যেমন চাইবে জিতে শিরোপা জেতার পথে এক ধাপ এগিয়ে থাকতে, তেমনি সিটি ক্লাবও চাইবে ম্যাচ জিতে রেলিগেশন লিগ এড়াতে। তারা জিতলে আর মোহামেডান হারলে সেক্ষেত্রে মোহামেডানকেই সুপার লিগের পরিবর্তে খেলতে হবে রেলিগেশন লিগ। শেষ রাউন্ডে মোহামেডানের প্রতিপক্ষ শক্তিশালী লিজেন্ডস অব রূপগঞ্জ। তাই মোহামেডানের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। কারণ জিতলে তাদের সুপার লিগ নিশ্চিত হবে না। রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটাসের ম্যাচের ফলাফলও দেখতে হবে। এই দুই দল খেলবে পরস্পরের বিপক্ষে। রূপগঞ্জ টাইগার্স জিতলে আবার মোহামেডানও জয়ী হলে তখন তিন দলের পয়েন্টই সমান ১০ হবে। সে ক্ষেত্রে নেট রান রেট বিবেচনা করা হবে। আর গাজী গ্রুপ ক্রিকেটার্স জয়ী হলে তারা সরাসরি সুপার লিগে চলে যাবে। তখন মোহামেডান ও রূপগঞ্জ টাইগার্সের মাঝে শেষ স্থান নিয়ে লড়াই হবে।
এমপি/এসআইএইচ