ব্যাটিং ধসে ফলোঅনের মুখে বাংলাদেশ
যে উইকেটে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত ব্যাটসম্যানরা রান করেছেন, অর্ধশত রানের ইনিংস আছে তিনটি। অর্ধশতরানের জুটি হয়েছে পাঁচটি, সেই উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারছেন না।
ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফলোঅনের মুখে পড়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, যে উইকেটে বাংলাদেশের স্পিনার তাইজুল একাই তুলে নিয়েছেন ৬ উইকেট, সেই উইকেটে দক্ষিণ আফ্রিকার পেসাররা করছেন রাজত্ব।
পতন হওয়া ৫ উইকেটই দুই পেসার মুল্ডার ও অলিভার ভাগাভাগি করে নিয়েছেন। যে কারণে দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে অলআউট করে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে মলিন বদনে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানে।
ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে আরও ১১৫ রান। হাতে উইকটে আছে ৫টি। তবেই সম্ভব হবে দক্ষিণ আফ্রিকাকে আবার ব্যাট করতে পাঠানো। নতুবা নিজেরাই আবার নামবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে। মুশফিকুর রহিম ৩০ ও ইয়াসির আলী ১১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন।
বিস্তারতি আসছে...
এমপি/এমএমএ/