পোর্ট এলিজাবেথ টেস্ট
তাইজুলের ছয়ে দক্ষিণ আফ্রিকা থামল ৪৫৩ রানে
মহারাজের আগমন ঘটেছিল লাঞ্চের আগে। আর বিদায় ঘটেছে চা বিরতির আগে। যাওয়ার আগে তিনি দলকে নিয়ে গেছেন উপরে আর তলানিতে ঠেলে দিয়েছেন সফরকারী বাংলাদেশকে। এই মহারাজ হলেন কেশভ মাহরাজ। যার মূখ্য পরিচয় অফ স্পিনার। যা দিয়ে তিনি ডারবানে প্রথম টেস্টে বাংলাদেশকে একাই ঘায়েল করেছিলেন। এবার তিনি ব্যাট হাতে বাংলাদেশ দলকে পেরেক ডুকিয়ে দেন। আগ্রাসী ব্যাটিং করে ক্যারিয়ারের সর্বোচ্চ ৮৪ রান করে তবেই ফেরেন তিনি। তার এই ইনিংসের কারণে অনেকটা আড়ালে পড়ে গেছে তাইজুল ইসলামের দশমবার ক্যারিয়ারে ৫ উইকেট নেওয়ার কীর্তিও। শেষ পর্যন্ত পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থেমেছে ৪৫৩ রানে। দক্ষিণ আফ্রিকা অলআউট হওয়ার সঙ্গে সঙ্গেই চা বিরতি দেওয়া হয়। এই সেশনে তারা ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬৯ রান। তাইজুল ইসলাম ১৩৫ রানে ৬ উইকেট। খালেদের দখলে ছিল ৩ উইকেট।
লাঞ্চের পর দক্ষিণ আফ্রিকা একটু দ্রুতলয়ে রান সংগ্রহ করে। এই কাজটি করতে নেতৃত্ব দেন কেশভ মহারাজ। শুরু থেকেই ছিলেন মারমুখী। মিরাজকে ছয় মেরে রাজসিকভাবে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করার পর আউট হওয়ার আগে যোগ করেন দলের আরও ৩৪ রান। ব্যক্তিগত ৮৪ রানে তাকে ফেরান তাইজুল। তার ৯৫ বলের ইনিংসে ছিল ৩ ছক্কা ৯ চার। তাকে আউট করেই তাইজুল ক্যারিয়ারে দশমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। পরে সাইমন হার্মারকে ফিরিয়ে তাইজুল তার উইকেট সংখ্যা ছয়ে উন্নিত করেন। উইকেটে এসে জমে যাওয়া উইলিয়ামসকে একবার রিভিউ নিয়েও আউট করা সম্ভব হয়নি। কিন্তু হার্মার আউট হওয়ার ৬ বল পরেই মিরাজ তাকে আউট করে ইনিংসে তার একমাত্র শিকার তুলে নেন।
এমপি/আরএ/