টেস্ট সিরিজ নিয়েও আশাবাদী সাকিব
দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের খেলা,না খেলা নিয়ে কম নাটক হয়নি। জল ঘোলাও হয়েছে অনেক। শেষ পর্যন্ত সব নাটকের অবসান ঘটিয়ে সাকিব পুরো সিরিজের জন্য খেলতে যান দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিধিবাম। পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়ায় তাকে ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফিরে আসতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানেড সিরিজ জেতার পর রাতেই বাংলাদেশের উদ্দেশে বিমানে চড়ে বৃহস্পতিবার আসেন দেশে।
দেশে ফিরে আসার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাকিব টেস্ট সিরিজ নিয়েও শুনিয়েছেন আশার খবর। টেস্টেও ধরা দিতে পারে অধরা হয়ে থাকা জয়। তিনি বলেন, ‘টেস্ট বেশি চ্যালেঞ্জিং হবে। এমনিতে গত ৫-৭ বছর ধরেই ওয়ানডেতে ভালো দল আমরা। সবাই জানি। ওয়ানডেতে ট্রু উইকেটও থাকে। তবে (টেস্টে) যারা ভালো করবে (সম্পূর্ণ ম্যাচ), তাদেরই সম্ভাবনা বেশি। টেস্টে কন্ডিশনের সুবিধাও বেশি পায় হোম দল। তবে ওদের কয়েকজন মূল খেলোয়াড় যেহেতু খেলছেন না, আমরা আশাবাদী হতেই পারি।’
যেসব দেশে বাংলাদেশের নেই কোনো জয়, তার শুরু হয়েছিল এ বছর নিউ জিল্যান্ড থেকে মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে। এবার দক্ষিণ আফ্রিকায়ও তারা ঘটাতে পারে। আর এর পেছনে আছে দক্ষিণ আফ্রিকা দল সেরা খেলোয়াড়দের নিয়ে নামতে পারছে না। আইপিএলের কারণে রাবাদা, এনগিডির মতো পেসারদের তারা পাবে না। সাকিবের দৃষ্টিতে এটি একটি বড় সুযোগ বাংলাদেশের জন্য।
নিউ জিল্যান্ডে বাংলাদেশ জিতেছিল পেসারদের হাত ধরে। দক্ষিণ আফ্রিকায়ও সাফল্য এসেছে পেসারদের মাধ্যমে। আগের যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশের পেস আক্রমণ অনেক বেশি সমীহ জাগানো। দেশের বাইরের পাশাপাশি তারা ঘরের মাঠেও সাফল্য পাচ্ছেন।
কিন্তু ঘরের মাঠে পেসাররা ভালো করতে পারছেন না- এক সাংবাদিকদের এ রকম প্রশ্ন মেনে নিতে পারেননি সাকিব। কিছুটা ক্ষোভ নিয়ে তিনি বলেন, ‘জানি না আপনি কোন জায়গা থেকে এটা বলেছেন। গত সিরিজেও তো স্পিনারদের চেয়ে পেসাররা বেশি উইকেট পেয়েছে। আমার ধারণা আপনি বোধহয় পরিসংখ্যান দেখেন না কিংবা জানেনও না কী হয় খেলায়। খেলা সম্পর্কে আইডিয়াটাও একটু কম আছে। আপনি পেস বোলারদের পরিসংখ্যান দেখেন তারপর এটা নিয়ে বলতে আইসেন। দেশের মাটিতে গত ১-২-৩ বছরে আমাদের পেস বোলাররা কত ভালো করেছে। হোমে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট সম্ভবত মুস্তাফিজের। এরকম একজন বোলার আছে। তাসকিন ভালো করছে, শরিফুল ভালো করছে, সাইফউদ্দিন যখন খেলেছে ভালো করেছে। যে যখন সুযোগ পেয়েছে সবাই ভালো বোলিং করছে। দেখুন আমাদের পেস বোলাররা গত কিছুদিন ধরে বেশ ভালো বোলিং করছে। যে কারণে আমরা নিউজিল্যান্ডেও টেস্টটা জিততে পেরেছিলাম। পেস বোলারদের প্রতি এখন অনেক বেশি আস্থা আছে দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টেরও। পেস বোলাররা সেটির প্রতিদানও দিচ্ছে।’
এমপি/এসএন