আইপিএলে সবাই আমার দিকেই দেখবে: মুস্তাফিজ
ক্রিকেট বিশ্বে সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল। ভারতের এ লিগে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। ড্রাফট থেকে কাটার মাস্টারকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আগামীকাল সকাল ৯টায় সতীর্থদের সঙ্গে দেশে ফিরবেন মুস্তাফিজ। ঢাকা থেকে আবার উড়াল দেবেন ভারতে। যোগ দেবেন দিল্লির আইপিএল ক্যাম্পে।
গত কয়েক আসরে এ টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজ। এবার আইপিএলে দলই পাননি সাকিব। দুইবার নিলামে তোলা হলেও বাঁহাতি এ অলরাউন্ডারের প্রতি আগ্রহ দেখায়নি ১০টি দল।
তাই আইপিএলের এবারের আসরে বাংলাদেশের সবার চোখ থাকবে মুস্তাফিজের দিকে। বাঁহাতি এ পেসার নিজেও জানেন সেটা। বৃহস্পতিবার জোহানেসবার্গে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আগে যেমন হতো যে আমি আর সাকিব ভাই খেললে বাংলাদেশের মানুষ দুইটা দলে ভাগ হয়ে যেত। এবার সবাই আমার দিকেই দেখবে, কারণ এ বছর সাকিব ভাই সব সংস্করণে (জাতীয় দলে) আছেন এ জন্য সুযোগ পাননি।’
এবার আইপিএল খেলার সুযোগ এসেছিল তাসকিন আহমেদের সামনে। লখনউ সুপার জায়ান্টস ডেকেছিল তাকে। কিন্তু দেশের খেলার কারণে সেই প্রস্তাবে সাড়া দিতে পারেননি তাসকিন। তাই দক্ষিণ আফ্রিকা ছাড়ার আগে সতীর্থকে সান্ত্বনা দিয়ে আসছেন মুস্তাফিজ। আজ কাটার মাস্টার বলেছেন, ‘আমাদের দলের (বাংলাদেশ) খেলা আছে। তাসকিন এখন আমাদের সেরা বোলার। এজন্য এখন তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উইকেট পাননি মুস্তাফিজ। তবে বোলিংটা খারাপ হয়নি তার। নিজের বোলিং নিয়ে আজ তিনি বলেছেন, ‘কিছু সময় যাবে আমার ভালো হবে এবং আরেকজনের খারাপ হবে। ক্রিকেট এমনই।’
দিল্লির হয়ে এবারের আইপিএলে নিজের লক্ষ্য জানাতে গিয়ে মুস্তাফিজ বলেন, ‘টি-টোয়েন্টি দলে কোনো বড়-ছোট নেই। দুই-তিনজন ভালো খেললেই আপনি ফাইনালেও যেতে পারবেন। আমি সবসময়ই ভালো করতে চাই। যে কোনো খেলাতেই ভালো একটা ছন্দ পাওয়া লাগে। যদি আমি প্রথম থেকেই ভালো শুরু পাই, তাহলে সেটা ধরে রেখে ভালো করা সম্ভব।’
এমপি/এসএন