ভারতের বিপক্ষে এশিয়া কাপের জয় বাংলাদেশের মেয়েদের অনুপ্রেরণা
প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়ে বাংলাদেশের মেয়েরা ৪ ম্যাচ খেলে জয় পেয়েছে একটিতে। বাকি তিনটিতেই হার। ভাগ্য সহায়তা করলে এখানে পরিসংখ্যান সম্পূর্ণ উল্টে যেতে পারত। বাংলাদেশের জয় হতো তিনটিতে, হার একটিতে। কিন্তু তা হয়নি। কারণ দুইটি ম্যাচে বাংলাদেশ জয়ের সম্ভাবনা তৈরি করে হেরে যায়।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার ২০৭ রানের জবাব দিতে নেমে জয়ের সম্ভাবনা তৈরি করেও হেরে যায়। শেষ ৪ উইকেট পড়ে মাত্র ৯ রানে। চতুর্থ ম্যাচে জয়ের সম্ভাবনা ছিল আরও বেশি। উইন্ডিজকে মাত্র ১৪০ রানে আটকে রেখেও বাংলাদেশ সে ম্যাচ জিততে পারেনি। জয়ের কাছাকাছি গিয়ে ১৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। অপর দুই ম্যাচের একটিতে নিউ জিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারলেও পাকিস্তানকে ৯ রানে হারিয়ে পেয়েছিল প্রথম জয়। সব মিলিয়ে এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচে বাংলাদেশের মেয়েদের খেলা ছিল আশা জাগানিয়া। এই আশার তরি ভাসিয়ে আগামীকাল তারা মুখোমুখি হবে আসরের অন্যতম সেরা দল ভারতের বিপক্ষে। হামিলটনে দিবা-রাত্রির খেলা শুরু হবে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায়।
প্রথমবারের মতো খেলতে যাওয়ার কারণে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলাতানা আসর শুরুর আগেই জানিয়েছিলেন তারা গোটা আসর নিয়ে ভাবছেন না। প্রতিটি ম্যাচ নিয়ে তাদের ভাবনার রাজ্য। এখন যেমন তাদের সমস্ত ভাবনা জুড়ে রয়েছে ভারত। ভারতের বিপক্ষে একদিনের ম্যাচ খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই। চারবারের মোকাবেলাতে প্রতিবারই হার। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে রয়েছে সাফল্য। ১২ বারের মোকাবেলাতে ১০ বারই হারলেও যে দুইটি ম্যাচে জয় পেয়েছিল, তা ছিল দুই দেশের সর্বশেষ মোকাবেলা। শেষ জয়ের মাধ্যমে আবার বাংলার মেয়েরা পেয়েছিল এশিয়ার সেরা হওয়ার খেতাব। ২০১৮ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। দুইবারই জয়ী হয়েছিল বাংলাদেশ।
প্রথমে ৭ উইকেটে, এরপর ফাইনালে শেষ বলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ৩ উইকেটে হারিয়ে। নিগার সুলতানাদের প্রেরণা এ দুই জয়ই। এ অভিজ্ঞতাকে তিনি কালকের ম্যাচে কাজে লাগাতে চান। আগামীকালের খেলাকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে নিগার সুলতানার কণ্ঠে ছিল সে রকমই আভাস।
তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের অভিজ্ঞতা বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার। আমাদের রেকর্ড ভালো আছে তাদের বিপক্ষে। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জেতার পর যখন ওদের বিপক্ষে খেলতে নামি আমাদের ভেতর অন্য রকম মনমানসিকতা থাকে। আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় দলে আছে, যারা তাদের বিপক্ষে খেলেছে।’ এই অনুপ্রেরণা ছাড়াও নিগারকে আত্মবিশ্বাস যুগাচ্ছে হ্যামিলটনের উইকেট ও কন্ডিশনও।
তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে এখানে আমার আগের ম্যাচ খেলেছি। এখানকার উইকেট, কন্ডিশন সম্পর্কে আমাদের ধারণা আছে। যদিও আজ বৃষ্টির কারণে আমরা আজ (সোমবার) অনুশীলন করতে পারিনি, তারপরও আমাদের প্রস্তুতি যতটুকু নেওয়ার প্রয়োজন আমরা নিয়েছি। আমরা ভালো খেলার ব্যাপারে আশাবাদী।’
আসরে বাংলাদেশ ৪ ম্যাচের একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে। ভারত ৫ ম্যাচের ২টি জয়ী হয়ে ৪ পয়েন্ট নিয়ে আছে চারে।
এমপি/এসএন