নাঈম টানা তৃতীয় ম্যাচে নব্বইয়ের ঘরে আউট
আবাহনী, প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপের জয়
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলায় জয় পেয়েছে আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বিকেএসপির ৩ নম্বর মাঠে শামীম হোসেনের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩০৯ রান করে আবাহনী। জবাব দিতে সিটি ক্লাবকে ৪২ ওভারে ১৯৮ রান করে অলআউট হলে আবাহনী ১১১ রানের বিশাল ব্যবধানে জয় পায়। আবাহনীর এটি তৃতীয় জয়।
ব্যাট হাতে আবাহনীর শামীম হোসেন পাটোয়ারী ৬ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৬৬ বলে ১৩ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১০৮ রান করেন। তার সঙ্গে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন জাকের আলী। ষষ্ঠ উইকেট জুটিতে তারা দুজন ২০.৩ ওভারে সংগ্রহ করেন ১৭১ রান। এ ছাড়া তৌহিদ হৃদয় ৪৬ ও মোহাম্মদ নাঈম ৩৭ রান করেন। জাওয়াদ রোহেন ৩৩ রানে নেন ২ উেইকেট। জবাব দিতে নেমে বাঁহাতি স্পিনার আরাফাত সানির ঘূর্ণির ফাঁদে পড়ে সিটি ক্লাব ৪২ ওভারে ১৯৮ রানে অলআউট হয়। আরাফাত সানির ঘূর্ণি সত্ত্বেও ৩৭ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর পঞ্চম উইকেট জুটিতে আশিক-উল-আলম নাঈম ও মইনুল ইসলাম ১১৬ রান যোগ করে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু সেই আরাফাত সানিই মইনুলকে আউট করেজুটি ভাঙ্গার পর আবার ধ্বস নামে। ফলে অলআউট হয় ১৯৮ রানে। মইনুল ৭৪ ও আশিক-উল-আলম নাঈম ৬৭ রান করেন। এরপর তৃতীয় সর্বোচ্চ রান ছিল জাকিরুল আহমেদের ১৭। আরাফাত সানী নেন ৩৩ রানে ৫ উইকেট নেন। মোহাম্মদ সাইফউদ্দিন ২ উইকটে নেন ৩৫ রানে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে সেঞ্চুরির জবাবে হয়েছে সেঞ্চুরি। লিজেন্ডস অব রূপগঞ্জের রকিবুলের ১২১ রানের ইনিংস ম্লান হয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের শাহদাত হোসেনের অপরাজিত ১৩১ রানের কাছে। টস জিতে ব্যাট করতে নেমে লিডজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে ২৬৫ রান করে। জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক সেই রান অতিক্রম করে ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৯ রান করে। রকিবুল ১২৫ বলে ৪ ছক্কা ও ৯ চারে ১২৫ রান করে আউট হন কাপালির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে। ২০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর রকিবুল ও নাঈম ইসলাম চতুর্থ উইকেট জুটিতে ৩৪.৫ ওভারে ২০০ রান যোগ করেন।
নাঈম লিগে টানা তৃতীয়বারের মতো নার্ভাস নব্বইয়ের ঘরে গিয়ে আউট হন। আগের দুই ম্যাচে তিনি আউট হয়েছিলেন ৯২ ও ৯৫ রানে। শাহদাত ইনিংসের উদ্বোধন করতে এসে ১৪৫ বলে ১ ছক্কা ও ৯ চোরে ১৩১ রান করে অপরাজিত থাকেন। এনামুল হক বিজয়ের সঙ্গে তিনি উদ্বোধনী জুটিতে ২৪.২ ওভারে ১২৫ রান করেন। বিজয় আগের দুই ম্যাচে করেছিলেন ৬০ ও ১২৭।বল হাতে প্রাইম ব্যাংকের রুবেল হোসেন ৫৮ রানে নেন ২ উইকেট। লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে নাবিল সাদাম ৩টি ও সনিজত সাহা ২টি উইকেট নেন।
এদিকে ইউল্যাবের মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স আগে ব্যাট করে ৭ উইকেটে ২৪৬ রান করে। আল-আমিন ৬ চারে সর্বোচ্চ ৬১ রান করেন। ৭ চারে ৫৪ রান করেন গুরিন্দার সিং। এছাড়া ফরহাদ হোসেন ৩৯ ও জুবারুল ইসলাম অপরাজিত ৩৫ রান করেন। ব্যাট করতে নেমে গাজী গ্রুপের বোলারদের বোলিং তোপে ৩৯.৩ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে যায় খেলাঘর। মাসুম খান সর্বোচ্চ ৪৪ রান করেন। অপরাজিত ৩৪ রান করেন মেহেদী হাসান। গুরিন্দার সিং ৪০ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন আশিকুর জামান ও হুসনা হাবিব।
এমপি/এসএ/