সুযোগ পেয়েও আইপিএল খেলতে পারছেন না তাসকিন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলাটা যেকোনো ক্রিকেটারের জন্য স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হতো তাসকিন আহমেদেরও যদি বিসিবি তাকে ছাড়পত্র দিত। কারণ দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে বিসিবি তাকে ছাড়বে না বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। আইপিএলের এবারের মৌসুমে বাংলাদেশ দলের এই পেসারকে পুরো টুর্নামেন্টেই খেলাতে চায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
তাসকিন আইপিএলে খেলার অনুমতি পাবে কি পাবে না সে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘তাসকিন অনাপত্তিপত্র পাবে কি না, এ ব্যাপারে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আমাদের কাছে তো জাতীয় স্বার্থটা আগে। কেউ আইপিএলে খেললেও সেটা জাতীয় দলের খেলা বাদ দিয়ে নয়। এই মুহূর্তে তাই তাসকিনের যাওয়ার কোনো সম্ভাবনা নেই।’
এসআইএইচ