তৃতীয় ওয়ানডে খেলে দেশে ফিরবেন সাকিব
এখনই দেশে ফিরছেন না সাকিব আল হাসান। তৃতীয় ওয়ানডে খেলে দেশে ফিরবেন তিনি-এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এক ভিডিও বার্তায় সোমবার (২১ মার্চ) তিনি এ কথা জানান। এর আগে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানিয়েছিলেন পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই দেশে ফিরছেন সাকিব।
আজ রাতেই জোহানেসবার্গ থেকে রওয়ানা হওয়ার কথা ছিল সাকিবের। কাল সকালে বাংলাদেশে নামার কথা ছিল তার।
সুজন জানিয়েছেন, জালাল ইউনূস-এর এ ঘোষণার পর পরই সাকিবের সঙ্গে তার কথা হয়েছে। পরিবারের এ সংকটে তিনি কি করবেন তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। পরে সাকিব তাকে জানিয়েছেন ২৩ তারিখে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তৃতীয় ওয়ানডে খেলে তিনি দেশে ফিরবেন।
এর আগে জালাল ইউনূস জানিয়েছিলেন, সাকিবের সঙ্গে তার আজ সকালেও কথা হয়েছে। তার পরিবারের সংকট যাচ্ছে একটা। তার মা, তার শাশুড়ি, তার দুই সন্তান অসুস্থ। তারা এভারকেয়ারে আছে। তার পরিবারে সংকট যাচ্ছে। ও এখনো বুঝে উঠতে পারছে না কি করবে। যেহেতু একটা খেলাও চলছে। এখনো ২৩ তারিখে আরেকটা ওয়ানডে আছে। সে সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ওয়ানডে খেলে আসবে। যদি না এখানে কোন সংকট আর বাড়ে।
তিনি আরও বলেন, ‘পরিবার অবশ্য সবার আগে। তার বাচ্চারা অসুস্থ। তার মা, শাশুড়ি সবাই অসুস্থ। সবাই হাসপাতালে। সে যদি মনে করে তার উপস্থিতি দরকার আমরা চাইব সে চলে আসুক। আর সিদ্ধান্তটা সাকিবের। আমরা তার পাশে থাকব। এখানে কারো সিদ্ধান্ত দেয়ার স্কোপ নাই। পরিস্থিতির কারণে তাকে বাধ্য হতে হচ্ছে।’
এমপি/