এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের টানা চতুর্থ শিরোপা
এএইচএফ কাপ হকিতে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশ ওমানকে টাইব্রেকারে ৫-২ গোলে পরাজিত করে। নির্ধারিত সময় খেলা ১-১ গোলে ড্র ছিল। এটি ছিল বাংলাদেশের টানা চতুর্থ শিরোপা। বাংলাদেশ আগের তিন শিরোপা জয়ের দুটিতে ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ওমান।
২০০৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালে ৬-১ গোলে এবং ২০১২ সালে থাইল্যান্ডে আসরে ৬-৩ গোলে হারিয়েছিল।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে বাংলাদেশ প্রথম কোয়ার্টারের শেষের দিকে ১৪ মিনিটে সোহানুর রহমান সোহানের গোলে এগিয়ে যায়। ওমান সেই গোল পরিশোধ করে দ্বিতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে আল ফাহাদের গোলে। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারের কোনো দলই গোল করতে না পারলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দুই দলই প্রথম তিন শটে গোল করে। বাংলাদেশের হয়ে বাংলাদেশের হয়ে ফরহাদ আহমেদ শিটুল, সবুজ, রোমান সরকার গোল করেন।
বাংলাদেশের হয়ে চতুর্থ শটে গোল করেন নাইম শেখ ওমানের খেলোয়াড়ের নেওয়া শট বাইরে চলে যায়। তখনো বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়নি। পুষ্কর ক্ষিসা মিমো পঞ্চম শটে গোল করার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে উঠেন বাংলাদেশের খেলোয়াড়রা।
আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপ পর্বে বাংলাদেশ স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২, সিঙ্গাপুরকে ৭-০, ইরানকে ৬-২ এবং ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে সেমি ফাইনালে। সেখানে তারা কাজাখস্তানকে ৮-১ গোলে হারিয়ে উঠে আসে ফাইনালে।
এমপি/এমএমএ/