ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় শুভ সূচনা করেছে বাংলাদেশ। শনিবার (১৯ মার্চ) আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ তিনটি লোনাসহ ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে পরাজিত করে। প্রথমার্ধে বাংলাদেশ ২টি লোনাসহ ২৭-৪ পয়েন্টে এগিয়ে ছিল।
ইংল্যান্ড দলে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড় আছেন। কাবাডিতে ভারত আবার অনেক শক্তিশালী দল। কিন্তু তাদের উপস্থিতি ইংল্যান্ডকে তেমন একটা শক্তিশালী করে তুলতে পারেনি।
বাংলাদেশের সঙ্গে তারা কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি। ম্যাচ সেরা হয়েছে তুহিন তরফদার। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কা ৫৩-২৬ পয়েন্টে মালয়েশিয়াকে পরাজিত করে। বাংলাদেশ তাদের ম্যাচে মুখোমুখি হবে আগামীকাল রবিবার সকাল ১০টায় মালয়েশিয়ার বিপক্ষে।
এর আগে প্রতিযোগতিার উদ্বোধন করেন করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক উন ইয়ং হ্যাক ই প্রসাদ রাও, স্টার স্পোর্টসের সিইও অরুন গোস্বামী, সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল মনমুগ্ধকার সাংস্কৃতিক অনুষ্ঠান।
এমপি/এমএমএ/