মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সেঞ্চুরিময় প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগের একদিন

প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন ছিল সেঞ্চুরিময়। এ দিন সেঞ্চুরি করেছেন প্রাইম ব্যাংকের এনামুল হক বিজয় (১২৭) ও নাসির হোসেন (অপরাজিত ১০৫)। তাদের জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ৬ উইকেটে ৩১৪ রান করে ম্যাচ জিতেছে ৮৬ রানে। শেখ জামালের অধিনায়ক ইমরুল কায়েস (১২২) সেঞ্চুরিতে তার দল ৪৯ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জেকে। এই তিনটি সেঞ্চুরিই হয়েছে সাভারের দুইটি মাঠে। মিরপুরে সিটি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলা আবার কোনো সেঞ্চুরি হয়নি। গাজী গ্রুপ সহজেই জয়ী হয়েছে ৬ উইকেটে। তিন সেঞ্চুরি ছাড়াও কিন্তু সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন লিজন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম ৯৫ (আগের ম্যাচে তিনি করেছিলেন ৯২ রান) ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মেহেদি মারুফ ৯০। সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নেয়ার ঘটনাও আছে। মিরপুরে গাজী গ্রুপের কাজী অনিক ৩০ রানে নেন ৬ উইকেট। বিকেএসপিতে শেখ জামালের ৪৭ রানে নেন ৫ উইকেট।

বিকেএসপির ৪ নম্বার মাঠে টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ক্লাবের রানের পাহাড় গড়ে উঠে এনামুল হক বিজয় ও নাসির হোসেনের সেঞ্চুরিতে। ৮টি করে চার ও ছয় মেরে ১২৩ বলে ১২৫ রান করে ফরহাদ রেজার বলে আরিফুলের হাতে ধরা পড়ে বিদায় নেন। নাসির হোসেন অফরাজিত ১০৫ রানের ইনিংস খেলতে বল খেলেন ১০৩টি। ২টি ছক্কার সঙ্গে ছিল ১২টি চার। এই দুই জন ছাড়া দলের তৃতীয় সর্বোচ্চ রান করেন নাহিদুল ইসলাম ২০। ফরহাদ রেজা ও শফিকুল ইসলাম নেন ২টি করে উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার মিজানুর রহমানকে হারালেও জাকির হাসান (৬৩) বাবা অপরাজিতের (৭৯) ব্যাট করে ভালোই শুরু করেছিল। এই দুই জনে দ্বিতীয় উইকেট জুটিতে ১০৫ রান করেন। জুটি ভেঙ্গে যাওয়ার পর আর কেউ দাঁড়াতে না পারলে ৪৪.২ ওভারে ২২৮ রানে অলআউট হয়ে যায়। রকিবুল হাসান ৪৪ রানে নেন ৪ উইকেট।

বিকেএসপির ৩ নম্বার মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ইমরুল কােেয়সের সেঞ্চুরির সঙ্গে সাইফ হাসানের ৭৮ ও নুরুল হাসান সোহানের ৬৪ রানে ৫ উইকেটে ২৯৭ রান করে। সাইফ ও ইমরুল দ্বিতীয় উইকেট জুটিতে ১৬৫ রান যোগ করেন। ইমরুল কায়েস ১৩৯ বলে ১ ছক্কা ও ১৩ চারে ১২২ রান করে চিরাগ জানির বলে বোল্ড হন। মেহেদি হাসান রানা ৫৪ রানে নেন ২ উইকেট। মাশরাফি ১০ ওভার বোলিং করে ৬১ রানে নেন ১ উইকেট। জবাব দিতে নেমে ৭৭ রানে ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেট জুটিতে নাঈম ইসলাম ও চিরাগ জানির (৫৯) ১২৯ রানের জুটিতে ম্যাচে টিকে ছিল। কিন্তু ২১ রানের ব্যবধানে দুই জনই আউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে ৪৭.৩ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে যায়। দুই জনকেই আউট করেন সানজামুল। নাঈম ইসলাম এবারের মৌসুমে দ্বিতীয়বারের মতো নব্বইর ঘরে গিয়ে আউট হন। এবার আউট হন ৯৫ রানে সানজামুলের বলে সৈকতের হাতে ধরা পড়ে। সানজামুল ৪৭ রানে এবারের ৫ উইকেট নেন।

মিরপুরের ম্যাচটি ছিল লো-স্কোরিং। টস হেরে ব্যাট করতে নেমে কাজী অনিকের মারাত্বক বোলিংয়ে সিটি ক্লাব ৪৯.৫ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৫১ রান আসে আশিক-উজ-জামানের ব্যাট থেকে। কাজী অনিক ৩০ রানে নেন ৬ উইকেট। জবাব দিতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স মেহেদি মারুপের ৯০ রানে ভর করে ৪৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের নাগাল পায়। মেহেদি মারুফ ৯০ রানের সময় অবসর নেন। আব্দুল হালিম ৪৫ রানে নেন ২ উইকেট।

 

এমপি

Header Ad
Header Ad

পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মশাল মিছিল

ছবিঃ ঢাকাপ্রকাশ

সস্প্রতি ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতৃক গৃহিত সিদ্ধান্তের প্রতিবাদ এবং ম্যাটস শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ও পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে টাঙ্গাইল মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। 

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বর থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে এই মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মেডিকেলে ম্যাটস শিক্ষার্থীদের চিকিৎসক পদবী ব্যবহার নিয়ে আন্দোলন সংগ্রাম করে এলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। মেডিকেলের শিক্ষার্থীরা অনেক কষ্ট করে পড়াশোনা করে, কিন্তু এসএসসি পাস করে ম্যাটসের শিক্ষার্থীরা চিকিৎসক সেজে বসে রয়েছে। এসব নৈরাজ্য বন্ধ করতে হবে।

বিক্ষোভকারীরা আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধানে একটি যৌক্তিক ও মৌলিক পরিবর্তন প্রয়োজন। এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধসহ ৫ দফা দাবি স্বাস্থ্যখাতে একটি বিপ্লব ঘটাতে পারে। এই দাবিগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও অনিশ্চয়তা দূর হবে, ঠিক তেমনি রোগী ও সাধারণ মানুষ উপকৃত হবে। তাই সারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর সঙ্গে একমত হয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করেছে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি গুলো হচ্ছে-
১। এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ চিকিৎসক লিখতে পারবে না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে হাসিনা সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

২। উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওভার দ্যা কাউন্টার বা ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরের কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।

৩। স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। প্রতি বছর ৪ থেকে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে এবং চিকিৎসকদের বিসিএসে বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

৪। সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। ইতিমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদবী রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৫। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

Header Ad
Header Ad

শেখ হাসিনার নেতৃত্বে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চলে: মির্জা ফখরুল  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। এমন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীতে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা জানান তিনি।

ফখরুল বলেন, এ দিনটি সেনাবাহিনীর জন্য কালো দিন। সেনাবাহিনীর শত্রুরা সেদিন ৫৭ জন চৌকস সেনাকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করে দেয়া।

তিনি বলেন, এ দিনটাকে জাতীয় দিবস করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। নিহত সেনা সদস্যদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই।

Header Ad
Header Ad

৩০০ বলের মধ্যে ১৮১ ডট খেলার ব্যাখ্যা দিলেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবিঃ সংগৃহীত

৩০০ বলের মধ্যে ১৮১টি বল ডট দেয় বাংলাদেশ। অর্থাৎ, অর্ধেকেরও বেশি বল ডট গেছে। ১১৯ বলে ২৩৬ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। রান তো করতেই পারেননি, অহেতুক শটে দলের বিপদ বাড়িয়েছেন দুই অভিজ্ঞ মুশফিক ও মাহমুদউল্লাহ।

'এ' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে নিজেদের পাশাপাশি পাকিস্তানের বিদায়টাও নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তরা। হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন এলোমেলো ক্রিকেটের কথা।

শান্ত বলেন, ‘আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’

২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা। কারণ, দুই দলের কারও সামনেই সুযোগ নেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মশাল মিছিল
শেখ হাসিনার নেতৃত্বে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চলে: মির্জা ফখরুল  
৩০০ বলের মধ্যে ১৮১ ডট খেলার ব্যাখ্যা দিলেন শান্ত
২০০৭ সালে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত দেওয়ার নির্দেশ  
সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন বাহিনীর প্রধানরা  
বাংলাদেশ ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ের স্তরে নেমে আসবে: দিনেশ কার্তিক  
৪০ থেকে ৭০ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান  
ওয়াশিংটনে পেন্টাগন প্রধান ও সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ  
চুয়াডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন 
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই  
যুবদল নেতার বাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, আহত ১  
ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা-ওড়িশায় ভূমিকম্প, অনুভূত হলো ঢাকাতেও
নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন
জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি
তরুণদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার
বিভেদের সুযোগ নিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না: তারেক রহমান
সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটন নিষেধাজ্ঞা
রোজা সামনে রেখে খেজুরের দাম কমেছে ৪০ শতাংশ!
সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা