বাংলাদেশের মেয়েদের সামনে এবার উইন্ডিজ
পাকিস্তানের বিপক্ষে জয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে গিয়েই প্রথম জয় পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ রানে শিকার করে। কিন্তু এখানেই থেমে থাকতে চায় না বাংলাদেশ দল। এগুতে চায় আরও সামনে। পাকিস্তানের বিপক্ষে জয় ভুলে যেতে চান নিগার সুলতানা ও তার দল। তবে পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়ের রেশ ধরে রেখে তারা এবার উইন্ডিজকে টার্গেট করেছেন। আগামীকাল শুক্রবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় ভোর সকাল ৪টায় শুরু হবে খেলা। খেলা হবে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে মুমিনুলদের ইতিহাস গড়া প্রথম জয়ের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ে।
মাউন্ট মঙ্গানুই নামটা শুনলেই বাংলার কোটি কোটি ক্রিকেটপ্রেমির অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। আর হবেই বা না কেন। দীর্ঘ ২২ বছরের সাধনার পর পেয়েছে প্রথম জয়। তাও আবার টেস্ট ক্রিকেটের বনেধি আসরে। নিগার সুলতানারা দেশ ছাড়ার আগে নিউজিল্যান্ডে খেলা জাতীয় দলের পরিচিত ক্রিকেটারদের কাছ থেকে কিছু পরামর্শও নিয়ে গেছেন। এ সবই বাংলাদেশ দলের জন্য পজেটিভ। আবার উইন্ডিজের বিপক্ষে আগে কখনোই খেলা হয়নি বাংলাদেশ দলের। এটিও পজেটিভ। সব মিলিয়ে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তাদের শক্তির জায়গায় আস্থা রেখে মাঠে নামবেন অর্জনের ভান্ডারকে সমৃদ্ধ করে তুলতে। আগামীর জন্য অনুপ্রেরণাদায়ক কিছু করে রাখতে। নিগার সুলতানা বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা যে ম্যাচ জিতেছি তা আমরা ইতোমধ্যে ভুলে গিয়েছি। আমরা শুধু সেই ম্যাচের প্রাপ্তিটুকু নিতে চাই। আমাদের সব ফোকাস এখন শুধুমাত্র উইন্ডিজকে নিয়ে। আমরা আগেই বলেছি পুরো টুর্নামেন্ট নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা এক একটি ম্যাচ নিয়ে ভাবি। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে জয় পাওয়াতে আমরা সবাই বেশ ফুরফুরে মেজাজে আছি। এটি আমাদের জন্য খুবই ইতিবাচক দিক। আমাদের সবাইকে ভালো খেলতে উজ্জীবিত করবে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আমরা যদি ভালো করতে পারি, তা আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে ভুমিকা রাখবে।’
উইন্ডিজের বিপক্ষে আগে কোনো ম্যাচ না খেলা নিয়ে নিগার বলেন, ‘এটা আমাদের জন্য ভালো একটা দিক। তারা আমাদের সর্ম্পকে জানে না। আমরা তাদের খেলা দেখেছি। আমাদের অ্যানালাইসিস্ট যতোটা সম্ভব ওদের ক্রিকেটারদের সর্ম্পকে আমাদের ব্যক্তিগত তথ্য দিয়েছেন। আমরা তাদের নিয়ে হোম ওয়ার্ক করেছি। আমরা আমাদেরে সামর্থ্য দিয়ে খেলতে পারলে আমার মনে হয় ফলাফল আমাদের পক্ষেই আসবে।’
বাংলরাদেশ ৩ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে। উইন্ডিজের ৪ ম্যাচে ২ জয়। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পাঁচে।
এমপি/আরএ/