বাংলাদেশের বিপক্ষে দ.আফ্রিকার টেস্ট দল ঘোষণা
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার (১৮ মার্চ) শুরু হচ্ছে। সবার নজর সে দিকেই। সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার দুই দলই নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছে। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) বাংলাদেশের বিপক্ষে তাদের টেস্ট দল ঘোষণা করেছে। যেখানে নেই রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো ইয়ানসেন। কোনো ইনজুরির কারণে এদের দলে রাখা হয়নি, বিষয়টি এমন নয়। তিন ক্রিকেটারই জাতীয় দলে না খেলে আইপিএলকে বেছে নিয়েছেন। বিষয়টি হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমঝোতার মাধ্যমে। তবে তারা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নতুন প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন বিষয়টি হয়েছে দুই পক্ষের পারস্পরিক সমঝোতার মাধ্যমেই। যে কারণে তারা ক্রিকেটারদের আইপিএল খেলতে নিষেধ করতে পারেননি। তারা খেলার পাশাপাশি ক্রিকেটারদের আর্থিক বিষয়টিও বিবেচনা করেছেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দুই টেস্টের সিরিজ শুরু হবে ৩১ মার্চ ডারবানে ও ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল
ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, ড্যারিন ডুপাভিলন, সারেল আরউই, সিমন হার্মার, কেশব মহারাজ, উইয়ান মাল্ডার, ডুয়াইন অলিভিয়ের, কিগান পিটারসেন, রিয়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেনটন স্টারম্যান, কাইল ভেরেইনা, লিজাড উইলিয়ামস ও খাজা জন্দো।
এমপি/আরএ/