বিশ্বকাপে বাংলাদেশের কাছে হার ভুলেননি লুঙ্গি
নিষেধাজ্ঞা কাটিয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে ফিরে আসার পর প্রতিবারই বিশ্বকাপ ক্রিকেটে শিরোপার জোর দাবীদার থাকে দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রতিবারই তাদের আশাহত হয়েছে। সর্বশেষ ২০১৯ সালের আসরে দক্ষিণ আফ্রিকাকে সেই ‘ক্ষত’ দিয়েছিল বাংলাদেশ।
দুই দলই আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল। ২১ রানে হেরে আসর শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। এই হার তাদের উপর এমনই প্রভাব ফেলেছিল যে পরবর্তীতে তারা আর ঘুরে দাঁড়াতেই পারেনি।
সেমি ফাইনালেই উঠতে পারেনি। সাতে থেকে বিদায় নিয়েছিল। এরপর তারা আর বাংলাদেশের বিপক্ষে খেলেনি কোনো একদিনের ম্যাচ। দুই বছরের বিরতির অবসান হতে যাচ্ছে দুই দেশের ওয়ানডে সিরিজ দিয়ে ১৮ মার্চ থেকে।
কিন্তু এই সিরিজকে সামনে রেখে সেই ম্যাচ খেলা পেসার লুঙ্গি এনগিডি বারবার ফিরে যাচ্ছেন সেই ম্যাচে। তিনি কিছুতেই ভুরতে পারছেন না সেই ম্যাচের কথা। যেন অন্তরে ম্যাচ হারের পোড়া গন্ধ তিনি এখনো পাচ্ছেন। তাই এবার বাংলাদেশ দলের বিপক্ষে তারা সেরা খেলাাট খেলতে চান।
তিনি বলেন, ‘বাংলাদেশের কাছে অতীতে আমাদের হারের অভিজ্ঞতা আছে। গত বিশ্বকাপে আমরা তাদের কাছে হেরেছিলাম। বাংলাদেশ আমাদের চেয়ে অনেক ভালো খেলেছিল সে দিন। আমরা এবার প্রমাণ করতে চাই। নিজেদের প্রমাণ করার জন্য আমাদের সামনে ভালো একটা সুযোগ। আমরা অন্য দলগুলোর মতো তাদের বিপক্ষেও যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলব।’
বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান করেছিল। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা থেমে গিয়েছিল ৮ উইকেটে ৩০৯ রান করে। এর আগে
এমপি/এমএমএ/