প্রাইম ব্যাংকের শুভ সূচনা
জাতীয় দলের জন্য আটজন ক্রিকেটারকে হারিয়ে দুর্বল হয়ে পড়া শিরোপা প্রত্যাশী প্রাইম ব্যাংক জয় দিয়ে লিগ শুরু করেছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫০ রানে হারিয়েছে তারা। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬৫ রান করে প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে সিটি ক্লাব ৪৫.২ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায়।
প্রাইম ব্যাংকের জয় ছিল দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ২৬৫ রানের ইনিংসে নেই যেমন বড় কোনো ইনিংস। তেমনি প্রতিপক্ষকে অলআউট করার পেছনে ছিল না একক কোনো বোলারের দাপট।
দিনের অপর দুইটি ম্যাচের মতো এই ম্যাচেও টস জেতা দল বোলিং বেছে নেয়। কিন্তু সিটি ক্লাবের অধিনায়ক জাওয়াদ রুহেন প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে পারেননি। ওপেনার এনামুল হক বিজয়ের ৬০ রানের ইনিংসের সঙ্গে ছিল শামসুর রহমানের ৪৫, অধিনায়ক অলোক কাপালিপ ৪০, নাসির হোসেন ৩২, অভিমানু ঈশ্বরনের ৩০, মেহেদি হাসানের ২৭ রান। সিটি ক্লাবের আমিনুর রহমান ৪৬, আব্দুল্লাহ আল নোমান ৪৮ ও আব্দুল হালিম ৬৬ রানে নেন ২টি করে উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিটি ক্লাবের ব্যাটিংয়ে ধ্বস না নামলেও চল্লিশোর্ধ ইনিংস কেউ খেলতে পারেননি। যে কারণে তারা লক্ষ্যে পৌঁছানোর অনেকে আগেই ৪৫.২ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ অপরাজিত ৩৭ রান করেন অধিনায়ক জাওয়াদ রুহেন। এ ছাড়াও মইনুল ইসলাম ৩১, তৌফিক খান ২৯, রাজিবুল ইসলাম ২৬, শাহরিয়ার কমল ২৩ রান করেন। মেহেদি হাসান ৫৩ রানে নেন ৩ উইকেট। অলোক কাপালি ১৭ ও রকিবুল হাসান ৪৫ রানে নেন ২টি করে উইকেট।
এমপি/এসআইএইচ