বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

এবার ৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার

ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। ছবি: সংগৃহীত

পৃথিবীর সব ধনীরাই বর্তমানে দুবাইয়ে বাড়ি কিনছেন। এ শহরটি যেন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় জায়গায় পরিণত হচ্ছে দিন দিন। দুবাইয়ে বাড়ি কেনার তালিকায় এবার যুক্ত হলেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার।

দুবাইয়ের বুগাতি রেসিডেন্সে ৫ কোটি ৪৫ লাখ ডলারে এক পেন্ট হাউস (ভবনের ওপরের কক্ষ বা ফ্ল্যাট) কিনেছেন নেইমার। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এই পেন্ট হাউসের দাম পড়েছে ৬৫৪ কোটি টাকা।

তবে দুবাইয়ে এই ফ্ল্যাট কেনার বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন নেইমারের এজেন্ট।

 

ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। ছবি: সংগৃহীত

জানা যায়, বুগতি রেসিডেন্স নামের সেই ভবনের বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টে সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে আছে সুইমিং পুল। অ্যাপার্টমেন্ট থেকে দুবাই শহরের মনোরম দৃশ্য দেখা যায়।

বিলাসবহুল এই ভবনে ভূমধ্যসাগরের রিভিয়েরা অঞ্চলের আদলে তৈরি করা হয়েছে কৃত্রিম সৈকত; আছে সুইমিং পুল, ফিটনেস ক্লাব, গাড়ি পার্কিংয়ের বিলাসবহুল ব্যবস্থা।

এছাড়া ব্যক্তিগত পরিবহনসেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যক্তিগত চাহিদা পূরণের ব্যবস্থা থাকবে। এসব সেবা কেবল ভবনের বাসিন্দাদের জন্য। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এর নির্মাণকাজ শেষ হতে আরও সাড়ে তিন বছর সময় লাগবে।

দুবাই শহরে বিনিয়োগ করার সক্ষমতা থাকলেই বাড়ি কেনা যায়। টাকা থাকলেই হলো, এর বাইরে আর কিছু খোঁজে না আরব আমিরাতের কর্তৃপক্ষ। সে কারণে দুবাই এখন সাধারণ বহুজাতিক নয়, বরং তা বিদেশিদের শহর হয়ে গেছে।

তিন মিলিয়নের বেশি বা ৩০ লক্ষাধিক মানুষের দুবাই শহরে আমিরাতিরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে, তারা এখন মোট জনসংখ্যার মাত্র ৮ শতাংশ। অর্থমূল্যের বিবেচনায় দুবাই শহরের আবাসন খাতের ৪৩ শতাংশই এখন বিদেশিদের দখলে।

উল্লেখ্য, নেইমার তার ফুটবল ক্যারিয়ারের বড় একটা সময় কাটিয়েছেন ইউরোপের লিগে খেলে। স্পেনের বার্সেলোনা ও ফ্রান্সের পিএসজিতে খেলার পর ২০২৩ সালে এসে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের আল হিলাল ক্লাবে নাম লেখান তিনি।

Header Ad
Header Ad

মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, বিপদে কৃষকরা

মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন এবং কৃষি জমির টপ সয়েল বিক্রির কার্যক্রম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নীরবতায় এই কার্যক্রমটি ব্যাপক আকার ধারণ করেছে এবং প্রায় অর্ধ শতাধিক পয়েন্টে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। এছাড়াও কৃষি জমির টপ সয়েল বিক্রির ফলে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

২০ মার্চ, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাংনী ইউনিয়নের বেতগাড়া গ্রামে সালামের ঘাট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, ঘাঘট নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় কুরফানের ছেলে রমজান। অবৈধ বালু উত্তোলন সম্পর্কে প্রশ্ন করলে রমজান জানান, তিনি ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, থানা পুলিশ, ইউএনও অফিস, এসিল্যান্ড অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস থেকে অনুমতি নিয়ে বালু উত্তোলন করছেন। তবে ভাংনী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা কাউকে বালু উত্তোলনের অনুমতি দিইনি এবং এই ব্যাপারে আমি কিছু জানি না।”

এছাড়াও কাফ্রিখাল ইউনিয়নের বুজরক তাজপুর এলাকায় শাহ আলম প্রায় তিন মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। মো. আবুল হোসেন নামক এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুরে পুকুর এবং আবাদি জমির মাটি ভেকু দিয়ে কাটার কাজ চলছে, যার ফলে স্থানীয় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া, চেংমারি ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে কৃষি জমির টপ সয়েল বিক্রির অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, প্রশাসনের কর্মকর্তারা এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেন না। একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, প্রশাসনের কাছে অভিযোগ করার পরও অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়, এবং কিছুদিন পরেই বালু উত্তোলনকারীরা আবার শুরু করে একই কাজ। ভ্রাম্যমাণ আদালত অভিযানে আসার আগেই বালু ব্যবসায়ীরা স্থান ত্যাগ করেন, কারণ তারা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে আগে থেকেই খবর পেয়ে যান।

কৃষি বিশেষজ্ঞদের মতে, টপ সয়েল (জমির উৎকৃষ্ট প্রাণ) বিক্রি কৃষকদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অংশেই জমির প্রাণ শক্তি থাকে, যা কৃষি উৎপাদনে সহায়ক। অথচ, মিঠাপুকুর উপজেলায় প্রশাসনের নীরবতায় টপ সয়েল বিক্রির মহোৎসব চলছে, যা ভবিষ্যতে কৃষি জমির উৎপাদনশীলতা কমিয়ে দিতে পারে।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুলতামিস বিল্লাহ জানান, “অভিযোগ পেলেই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমরা অভিযান পরিচালনা করি।” তবে তিনি স্বীকার করেন, কখনও কখনও অভিযানের খবর বালু উত্তোলনকারীদের কাছে পৌঁছে যায়। তিনি বলেন, “যদি আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী এই কাজে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র জানান, “অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলায় অভিযান চলমান রয়েছে। আমরা কাউকে অনুমতি দেইনি। যদি কেউ প্রশাসনের নাম ভাঙিয়ে এমন কাজ করে থাকে, তবে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

এছাড়াও ২৪ মার্চ মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ গোপালপুর, এনায়েতপুর, এবং বুজরুক তাজপুর এলাকায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে ট্রাক্টর, ভ্যান, পাম্প মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, অন্যান্য স্পটে নিয়মিত মামলার কার্যক্রম চলমান রয়েছে।

Header Ad
Header Ad

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকা টোল আদায়

যমুনা সেতু টোল প্লাজা। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে বাড়ছে টোল আদায়ের পরিমাণ।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এর বিপরীতে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

আহসানুল কবীর পাভেল আরও বলেন, মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, মহাসড়কে প্রায় সাড়ে ৭০০ পুলিশ দায়িত্ব পালন করছে। এর মধ্যে মোবাইল টিম, মোটরসাইকেল টিম দায়িত্ব পালন করছে। এ ছাড়া মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। মহাসড়কে যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেদিকে নজরদারি রয়েছে।

Header Ad
Header Ad

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে ‘অস্পষ্ট’ অভিহিত করে অবিলম্বে ‘স্পষ্ট রোডম্যাপ’ দিতে হবে।

বুধবার সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ছয় মাস। সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি।

ফখরুল বলেন, আমরা বার বার বলে আসছি যে, স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে।

‘আমরা আশা করব, অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত ন্যূনতম সংস্কারগুলো করে অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তার সম্পন্ন করে নির্বাচনের ঘোষণা দেবেন।

এদিন সকাল সাড়ে ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন। প্রয়াত নেতার কবরে পুস্পমাল্য অর্পণ করে তারা সূরা ফাতেহা পাঠ করে।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমূখ নেতারা ছিলেন।

পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, বিপদে কৃষকরা
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকা টোল আদায়
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
মীরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি    
গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয়ে রাতে ঘুমাতে পারছেন না অভিনেত্রী
দ্বিতীয় স্বাধীনতা যাঁরা বলেন, তাঁরা স্বাধীনতা দিবসকে খাটো করতে চান: মির্জা আব্বাস  
গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠক  
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন  
বাংলাদেশের স্বাধীনতার সাজে সেজেছে গুগল    
এবার ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান  
একাত্তর আর চব্বিশ আলদা কিছু নয়: নাহিদ ইসলাম  
বড় বড় কথা বলা রাফিনিয়াদের মাঠেই চুপ করিয়ে দিলো আলভারেজরা  
শ্রদ্ধার ফুলে বীর সন্তানদের স্মরণ    
ডিএসসিসির রাজস্বে ভাটা, আদায় বাড়াতে ঈদের পর অভিযান
সারজিসের শতাধিক গাড়ির বহর নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা
ভারতকে কাঁপিয়েও গোল মিসের মহড়ায় ড্রয়ের আফসোস বাংলাদেশের
চুয়াডাঙ্গা শহরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ২২ হাজার টাকা
এভারকেয়ারে নেওয়া হলো তামিম ইকবালকে
সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ চেয়ারম্যান মানিক গ্রেফতার
ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা