সোমবার, ৩১ মার্চ ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা

ছবি: সংগৃহীত

বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। টুর্নামেন্টটিতে জার্মান এই ক্লাবটির কাছে টানা ৬ ম্যাচে হারের তিতো স্বাদ পেয়েছিল কাতালানরা। কিন্তু অবশেষ বায়ার্নের বিপক্ষে জয়েরে দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আর এই জয়ের অন্যতম নায়ক ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনিয়া।

চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে বুধবার (২৩ অক্টোবর) রাতে অলিম্পিক স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ৪-১ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া বার্সেলোনা। এ দিন রাফিনিয়ার হ্যাট্রিকের পাশাপাশি অন্য গোলটি করেন রবের্ট লেভানডোভস্কি। আর বায়ার্নের একমাত্র গোলটি আসে হ্যারি কেইনের পা থেকে।

ইউরোপ সেরার এ প্রতিযোগিতায় বায়ার্নের বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল বার্সেলোনা। তাদের সবশেষ জয়টি ছিল প্রায় সাড়ে ৯ বছর আগে; ২০১৫ সালের মে মাসে ক্যাম্প নুয়ে সেমিফাইনালের প্রথম লেগে নেইমারের একটি ও লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল কাতালানরা।

চ্যাম্পিয়ন্স লিগে সব মিলিয়ে বায়ার্নের সঙ্গে ১৪ বারের দেখায় বার্সেলোনার মাত্র তৃতীয় জয় এটি; এছাড়া একটি ম্যাচ ড্র এবং হেরেছে ১০টি।

ম্যাচের তখনও এক মিনিট পার হয়নি, এর আগেই গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনিয়া। মাঝমাঠ থেকে ফের্মিন লোপেসের বাড়ানো বল ধরে বায়ার্নের হাই লাইন ডিফেন্স ভেঙে এগিয়ে যান রাফিনিয়া। এরপর ম্যাচের ৫৭তম সেকেন্ডে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন তিনি। এরপর দশম মিনিটেই দারুণ এক হেডারে বায়ার্নকে সমতায় ফেরান হ্যারি কেইন। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। অবশ্য এর আট মিনিট পর আর কেইনকে থামাতে পারেননি রেফারি।

অষ্টাদশ মিনিটে বক্সের বাঁ পাশ থেকে সের্গে গেনাব্রির পাস ধরে চমৎকার ভলিতে দলকে সমতায় ফেরান ৩১ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকার। এই গোলে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে তিন ম্যাচে তার গোল হলো ৫টি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে বায়র্নের জার্সিতে ১১ ম্যাচে ১৪ গোল করলেন কেইন।

সমতায় ফিরে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে বার্সেলোনার ওপর চাপ বাড়ায় বায়ার্ন। তবে ম্যাচের ৩৬তম মিনিটে ফের রক্ষণের ভুলের খেসারত দিতে হয় তাদের।

লামিন ইয়ামালের ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন বায়ার্নের কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জায়ে। তার পেছনেই থাকা ফের্মিন বল ধরে বক্সে ঢুকে পড়লে এগিয়ে আসেন নয়ার। ফলে অন্যপ্রান্তে থাকা লেভানডোভস্কিকে পাস বাড়ান তিনি। আর এমন সুযোগ হাতছাড়া করেননি লেভা। এ সময় লাফিয়ে উঠলে কিমকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে ফের্মিনের বিরুদ্ধে, কিন্তু সেই অভিযোগ আমলে না নিয়ে গোলের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি।

ফলে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে তিন ম্যাচে ৩ গোল করলেন ৩৬ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোলসংখ্যা হলো ৯৭টি। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ১৫ করলেন তিনি।

পরে প্রথমার্ধের খেলা যখন শেষের দিকে, ঠিক সে সময়ে চকিতে গোল করে বসেন রাফিনিয়া। ডান পাশ থেকে মার্ক কাসাদোর লম্বা পাস ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে নিয়ন্ত্রণে নেন রাফিনিয়া। এরপর কিছুটা এগিয়ে গিয়ে ডি-বক্সের সামান্য বাইরে থেকে ডান পায়ের কোনাকুনি শট নেন তিনি। বায়ার্নের দুই ডিফেন্ডারের পায়ের মধ্যে দিয়ে তিনি এমনভাবে শটটি নেন যে, হতচকিত হয়ে ঝাঁপ দিয়েও তা আটকাতে ব্যর্থ হন নয়ার। ফলে বলের দখল ও আক্রমণের মতো পরিসংখ্যানে পিছিয়ে থেকেও ৩-১ গোলে এগিয়ে গিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও বার্সার ওপর চাপ অব্যাহত রাখে বায়ার্ন। তবে কোনোভাবেই ব্যবধান কমানোর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। এ ধারাবাহিকতার মাঝে দুর্দান্ত এক পাল্টা আক্রমণে উঠে নিজের হ্যাটট্রিক পূরণ করে বায়ার্নকে আরও হতাশায় ডোবান রাফিনিয়া।

ম্যাচের ৫৬তম মিনিটে নিজেদের বক্সের ভেতর থেকে বল কেড়ে নিয়ে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর মাঝমাঠের কিছুটা আগে এগোতে থাকা রাফিনিয়ার উদ্দেশে দারুণ একটি পাস উড়িয়ে দেন লামিন। অসাধারণ দক্ষতায় বুক দিয়ে বল রিসিভ করে একটু এগিয়ে গিয়েই বক্সের বাইরে থেকে একই কায়দায় দূরের পোস্টে কোনাকুনি শট নেন রাফিনিয়া, আর বল আরও একবার নয়ারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।

বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করা চতুর্থ ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনিয়া। তার আগে ব্লাউগ্রানা জার্সি গায়ে চেপে ইউরোপসেরার মঞ্চে হ্যাট্রিকের দেখা পেয়েছেন রিভালদো, রোনালদিনিয়ো ও নেইমার। ৪-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে মনোযোগী হয় বার্সা। এরইমাঝে মাঝমাঠ থেকে ফের্মিনকে তুলে ফ্রেঙ্কি ডি ইয়ংকে মাঠে নামান ফ্লিক। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্যে মাঝমাঠের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা, যার প্রভাব পড়ে মাঠের খেলায়ও।

প্রয়োজন মতো খেলার গতি কমিয়ে দিয়ে বায়ার্নের সুযোগ কমিয়ে দিয়ে এবং হঠাৎ আক্রমণে উঠে রক্ষণ কাঁপিয়ে বায়ার্নকে নিয়ে একপ্রকার ছেলেখেলা শুরু করে তারা। ম্যাচের ৭০ মিনিট পার হলে দুই উইং দিয়ে বার্সার রক্ষণ ভাঙার চেষ্টা শুরু করে বায়ার্ন, অন্যদিকে কিছুটা রক্ষণাত্মক খেলতে থাকে বার্সা। ফলে আক্রমণ শাণাতে থাকে সফরকারীরা। তবে বার্সার জমাট রক্ষণ ও ইনিয়াকি পেনিয়ার দক্ষতায় খুব বেশি বিপদ তৈরি করতে পারছিল না বাভারিয়ানরা।

এর মাঝে ৭৮তম মিনিটে পাল্টা আক্রমণে উঠে পঞ্চম গোল আদায়ের চেষ্টা করেন লামিন। তবে শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে তা প্রতিহত করেন বায়ার্ন ডিফেন্ডাররা। ৮০তম মিনিটে বার্সার আরও একটি দলীয় প্রচেষ্টা ব্যর্থ হয়। ৮৩তম মিনিটে লামিনের দূরের পোস্টে বাড়ানো ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হয়ে আরও একটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন লেভানডোভস্কি।

এরপর আরও কয়েকবার চেষ্টা করেও ব্যবধান বাড়াতে না পেরে অবশেষে ৪-১ গোলের জয়ে উল্লাসে মাতে ফ্লিকের শিষ্যরা। এই জয়ে তিন ম্যাচে দুটি জয় ও একটি হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২০তম স্থান থেকে এক লাফে ১০ নম্বরে উঠে এসেছে বার্সেলোনা।

দিনের অপর ম্যাচে স্পার্তা প্রাহাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা। এছাড়া লাইপসিগকে ১-০ গোলে হারিয়ে তিন ম্যাচের তিনটিই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে অ্যাস্টন ভিলার চেয়ে পিছিয়ে থেকে দুইয়ে রয়েছে লিভারপুল।

তবে, ঘরের মাঠে অঘটন ঘটিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শুরুতে হুলিয়ান আলভারেসের গোলে এগিয়ে গিয়েও লিলের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে দিয়েগো সিমিওনের দল। ফলে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২৭তম অবস্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে বায়ার্নের অবস্থান ২৩তম।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ঈদ জামাত, প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দেশটির প্রায় ৩ হাজারেরও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মুসলিম আমেরিকানদের কর্মস্থলে ছুটির প্রয়োজন হয়নি, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকায় শিক্ষার্থীরাও নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পেরেছে।

প্রবাসী বাংলাদেশি মুসলিমদের ঘরে ঘরে ঈদের বিশেষ আয়োজন লক্ষ্য করা গেছে। তবে অভিবাসন মর্যাদার অভাবে কিছু প্রবাসী ঈদের জামাতে অংশ নিতে পারেননি।

নিউইয়র্ক সিটিতে প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার, ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার, কুইন্সের আল আমিন মসজিদ, ওজোনপার্কের আল আমান মসজিদ এবং ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে। এছাড়া, নিউজার্সি, ফ্লোরিডা, পেনসিলভানিয়া, মিশিগান, শিকাগো, টেক্সাসসহ অন্যান্য রাজ্যের মসজিদগুলোতেও একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের আগের রাত অর্থাৎ চাঁদরাতকে ঘিরে প্রবাসী মুসলিমদের মধ্যে ছিল বিশেষ আয়োজন। মহিলাদের পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এদিকে, ঈদ জামাত নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মসজিদভিত্তিক কমিউনিটির নিরাপত্তার জন্য টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়, যাতে মুসলিম সম্প্রদায় শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে।

Header Ad
Header Ad

মায়ের সঙ্গে ঈদ উদযাপনের ছবি শেয়ার করে যা বললেন তারেক রহমান

মায়ের সঙ্গে ঈদ উদযাপনের ছবি শেয়ার করে যা বললেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবারের পবিত্র ঈদুল ফিতর তিনি উদযাপন করছেন সেখানে ছেলে তারেক রহমানের সঙ্গে।

রোববার (৩০ মার্চ) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়াসহ পরিবারের সদস্যদের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবির সঙ্গে তিনি বাংলাদেশের জনগণ এবং বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে লেখেন— "ঈদ মোবারক।"

তারেক রহমান লিখেছেন, ১৭ বছর ধরে নিপীড়িত বাংলাদেশের মানুষ একটি মুক্ত ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপনের স্বপ্ন দেখছিলেন। ২০২৪ সালে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দুই হাজারের বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। প্রায় দুই দশক পর এই প্রথমবারের মতো বাংলাদেশ স্বৈরাচারমুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে। তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা এখনো সেই সংগ্রামের ক্ষত বয়ে বেড়াচ্ছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে বিএনপি নেতা-কর্মীসহ সব দেশবাসীকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বিশেষভাবে এতিম ও দরিদ্রদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অনুরোধ করেন, যাতে কেউ অর্থনৈতিক সংকটের কারণে আনন্দ থেকে বঞ্চিত না হয়।

এছাড়া, তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার অনুরোধ জানান, যাতে মানুষ বাড়ি ফেরার পথে বাড়তি দুর্ভোগে না পড়ে।

তারেক রহমান সতর্ক করে বলেন, দেশের অস্থিতিশীলতা সৃষ্টির জন্য কিছু চক্র এখনো সক্রিয়। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। যদি জাতি ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়, তবে এই শক্তিগুলো অর্জিত বিজয়কে দুর্বল করার চেষ্টা করবে বলে সতর্ক করেন।

সবশেষে তিনি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ঈদের সময় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানান, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন বা সম্পত্তির ক্ষতি করতে না পারে।

তিনি প্রার্থনা করেন, স্বাধীন বাংলাদেশের এই প্রথম ঈদ সবার জন্য শান্তি, ঐক্য এবং আনন্দ বয়ে আনুক।

Header Ad
Header Ad

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার নারী-শিশুসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গৌরীপুর উপজেলার চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী-সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিক উদ্দিন জানান, মৃত ব্যক্তিরা হলেন—গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী কুলছুমা বেগম (৯৫), একই এলাকার মানিক মিয়ার স্ত্রী দিলরুবা (৪০), ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে দিলরুবা (৭) ও তার বড় বোন রীতি (১৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে যাত্রীবাহী একটি অটোরিকশাকে দ্রুতগতির বালুবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ঈদ জামাত, প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ
মায়ের সঙ্গে ঈদ উদযাপনের ছবি শেয়ার করে যা বললেন তারেক রহমান
ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার নারী-শিশুসহ নিহত ৪
ঈদের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া ও তারেক রহমান
ঈদের আগের দিন গাজীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযান
ঈদুল ফিতরের ছুটিতে দুই দিনে রাজধানী ছাড়লেন ৪১ লাখ মানুষ
ঈদেও রেহাই নেই গাজার, ইসরায়েলি হামলায় নিহত ৯
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর
ফিলিস্তিনের আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা
ধ্বংসস্তূপের মধ্যে গাজাবাসীর ঈদুল ফিতরের নামাজ
জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত: ডিএমপি কমিশনার
৮ বছর পর পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া
ইসরাইলে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে চীন
কারাগারে ঈদ: জেলে বন্দি নেতারা কেমন কাটাবেন ঈদের দিন?
শিল্পকলায় ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ থাকছে মাইজভান্ডারী গানের পরিবেশনা  
নিজেদের নয়, প্রকৃতিকে ঈদ উপহার দেওয়া উচিৎ : পরিবেশ উপদেষ্টা  
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যান পারাপার