৪৬তম শিরোপা জিতলেন মেসি, নিজে করলেন ২ গোল
৪৬তম শিরোপা জিতলেন মেসি। ছবি: সংগৃহীত
বর্তমান সময়ে এসেও বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৩৭ বছর বয়সেও যেন এক অদম্য গতিতে ছুটছেন র্আজেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে আরও একটি শিরোপা উপহার দিলেন এই ফুটবল জাদুকর। এখন পড়ন্ত বেলায় এসে ৩৭ বছর বয়সেও নিজের স্কিল দেখিয়ে যাচ্ছেন সমানতালে। জিতে নিয়েছেন ক্যারিয়ারের ৪৬তম শিরোপা।
এবার 'সাপোর্টার্স শিল্ড' জিতলো যুক্তরাষ্ট্রের ক্লাবটি মেজর সকার লিগের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রয়ের বিপক্ষে জয় পেয়েছে ৩-২ ব্যবধানে। ম্যাচটিকে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন ফুটবল মহাতারকা।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার 'এমএলএস'-এ মূল দুই ট্রফির একটি 'সাপোর্টার্স শিল্ড'। অন্যটি 'এমএলএস কাপ'। মৌসুমের ৩৪ ম্যাচ জুড়ে সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা দল পায় 'সাপোর্টার্স শিল্ড'। সেই ধারাবাহিকতায় মায়ামি বৃহস্পতিবার এমএলএস-এর বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্র'য়ের মোকাবেলা করে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করেন মেসি। যার প্রথমটা আসে ম্যাচের ৪৫ মিনিটে। নিজেদের অর্ধ থেকে জর্দি আলবার উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে থামিয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে পাঠান মেসি। প্রথম অর্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফি-কিক থেকে দ্বিতীয় গোলটি করেন ৩৭ বছরের আর্জেন্টাইন ফুটবল মহাতারকা।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ২০ সেকেন্ডের মধ্যে কলম্বাস ত্রু ব্যবধান কমালে তিন মিনিটের মধ্যে লুইস সুয়ারেস স্কোরলাইন ৩-১ করেন। ৬১ মিনিটে মায়ামি পেনাল্টি থেকে দ্বিতীয় গোল হজম করলেও জয় হাতছাড়া করেনি। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে মায়ামি। ২০২০ সালে 'এমএলএস'-এ পা রাখার পর এই টুর্নামেন্টে এটাই তাদের প্রথম ট্রফি।