রাতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ বাছাইপর্বে আজ মঙ্গলবার রাতে মুখোমুখি হতে যাচ্ছে লাতিন ফুটবলের কঠিন প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় নেস্টর লরেঞ্জোর মুখোমুখি হবে দুদল।
কদিন আগেই কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেই দলের বিপক্ষেই এবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। এ কারণেই কলম্বিয়ার কাছে ম্যাচটি এখন প্রতিশোধের। আর এমন ম্যাচে আর্জেন্টিনা পাচ্ছে না দলের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। শঙ্কায় দলের আরও দুই গুরুত্বপূর্ণ ফুটবলার।
ম্যাচের আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ হয়ে এসেছে দুই মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকো গঞ্জালেসের চোট। সবশেষ চিলির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে চোট পেয়েছেন এই দুই ফুটবলার।
কোচ স্কালোনি ৪-৫-২ ফর্মেশন অব্যাহত রাখলে দুই স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজ শুরু থেকে পালন করবেন আক্রমণের দায়িত্ব। তবে লো সেলসো পেতে পারেন শুরু একাদশে সুযোগ। সবশেষ ১২ ম্যাচে অপরাজিত থাকা আলবিসেলেস্তারা ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সেই সাথে কলম্বিয়ার বিপক্ষে অতিতের ৪৩ দেখায় ২৬ বার জয়ী বেশে মাঠ ছাড়ার কীর্তি আছে আর্জেন্টিনার।
তিন নম্বরে থাকা কলম্বিয়া এই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে নিতে চাইবে কোপা হারের বদলা। দলের সবশেষ ম্যাচে হামেস রদ্রিগেজ বদলি হিসেবে মাঠে নামলেও এব ম্যাচে থাকবেন শুরুর একাদশে। মূলত কোপার ফাইনালের পর আর কোনো প্রতিযোগতামূলক ম্যাচ না খেলায় গত ম্যাচে শষ ৪৫ মিনিট খেলানো হয়েছিলো তাকে। তবে কলম্বিয়াকে জিততে হলে ইনফর্ম লিভারপুল স্ট্রাইকার লুইস দিয়াসের গোল পাওয়াটা জরুরি।