মেসি-মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়
ছবি: সংগৃহীত
কয়েকদিন পরেই মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকার ফুটবলীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা কাপ। এর আগে জয় দিয়ে নিজেদের প্রস্তুতি ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির নৈপুণ্যে গুয়েতেমালাকে ৪-১ গোলে হারায় কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। এতে জয়ের স্বস্তি নিয়ে কোপায় খেলতে নামবেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
ফিফা র্যাংকিংয়ে দুই দলের ব্যবধান যোজন যোজন। একদল শীর্ষস্থানে তো অন্যদল ১০৮ নম্বরে। শতকের ঘরের পরে যাদের অবস্থান সেই গুয়াতেমালার কাছে শুরুতেই আর্জেন্টিনা হজম করে বসে গোল। সেটাও আবার নিজেদের ভুলে। তবে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে প্রাণ ফিরে পায় আলবিলেস্তেরা।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের ল্যান্ডওভারে ফেডএক্স ফিল্ডে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হয়। খেলার চতুর্থ মিনিটেই গোল হজম করে বসে আর্জেন্টিনা। দলটির ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ নিজের জালেই জড়িয়ে নেন বল। তাতেই এগিয়ে যায় গুয়াতেমালা।
তবে তাদের এগিয়ে থাকা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১২ মিনিটে মেসি সমতায় ফেরান দলকে। একক প্রচেষ্টাতেই সেই গোল আদায় করে নেন তিনি। ৩৯ মিনিটে পেনাল্টির সুযোগ পায় আর্জেন্টাইনরা। সাধারণত মেসি শট নিলেও এদিন লাউতারোকে নিতে দেখা গেল। শট থেকে গোল আদায়ে কোনো ভুল করেননি। তখনই এগিয়ে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।
এরপর ৬৫ মিনিটে আবারও গোল করেন লাউতারো মার্টিনেজ। তারপর ৭৫ মিনিটে গোল করেন মেসি। শেষ মিনিট পর্যন্ত আর কোনো গোল হয়নি কোনো দলের। ফলে ৪-১ গোলে শেষ হয় খেলা।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২১ জুন কানাডার বিপক্ষে।