তুরস্কের ক্লাবের কোচ হলেন হোসে মরিনহো
ছবি: সংগৃহীত
হোসে মরিনহো যে ডাগআউটে ফিরবেন এ খবর আগেই জানা গিয়েছিল। তবে এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো। চাকরি হারানোর ছয় মাসের মাথায় আবার ক্লাব ফুটবলের কোচিংয়ে ফিরছেন পর্তুগিজ কোচ ‘স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনহো। তুর্কি ক্লাব ফেনারবাচের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেবেন মরিনহো।
এদিকে নিজেদের প্রধান কোচ হিসেবে ভক্তদের সঙ্গে মরিনহোকে পরিচয় করিয়ে দিয়েছে তুর্কি ক্লাব ফেনারবাচে। সামাজিক যোগাযোগ মাধ্য এক্সে কয়েকটি ছবিও পোষ্ট করেছে ক্লাবটি।
জানা গেছে, মরিনহোর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ক্লাবটি। পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে তুর্কির শীর্ষ লিগের ২০২৩-২৪ মৌসুম শেষ করায় তাদের দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন আসরেও। তাই ইউসিএলের মঞ্চে আরও এক মৌসুম দেখা যাবে স্পেশাল ওয়ানখ্যাত মরিনহোকেও।
পরিচিতি অনুষ্ঠানে মরিনহো বলেন, আমাকে ভালবাসার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। যখন প্রথমবারের মতো আমার নাম ফেনারবাহসের সঙ্গে যুক্ত হয়েছিল তখন থেকেই আমি ভালোবাসা অনুভব করেছি। সাধারণত একজন কোচকে জয়ের পরই পছন্দ করা হয়। কিন্তু এই ক্লাবে আমি জয়ের আগেই ভালোবাসা অনুভব করেছি।
MOUtime pic.twitter.com/gSVnNsg7To
— Fenerbahçe SK (Fenerbahce) June 2, 2024
মরিনহো আরও বলেন, আমি তুর্কি ফুটবলের জন্য কাজ করতে চাই। কাজ করতে চাই তুর্কি লিগের জন্যও। তুর্কির ফুটবলের উন্নতিতে সাহায্য করতে চাই। এটা সত্যি যে, আমার জন্য তুর্কি ফুটবল কিংবা তুর্কি লিগ সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো ফেনারবাচে। চুক্তি স্বাক্ষর করার পর থেকে এই ক্লাবের স্বপ্নই এখন আমার স্বপ্ন।
উল্লেখ্য, জানুয়ারিতে রোমা ছেড়ে যাওয়ার পরই এটাই মরিনহোর প্রথম দায়িত্ব। ইতালিয়ান ক্লাবটিতে আড়াই বছর ছিলেন তিনি। তাদের হয়ে ২০২২ সালে জিতেছেন ইউরোপা কনফারেন্স লিগ। তাছাড়া রেফারিদের সঙ্গে বিতর্কিত ঘটনাও সঙ্গী হয়েছে এই সময়।