বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নিলামে উঠছে মেসি-বার্সার প্রথম চুক্তির ন্যাপকিন, মূল্য যত হতে পারে

ছবি: সংগৃহীত

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির গল্পটা সবারই জানা। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে একটি ‘ন্যাপকিন পেপারে’ বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন মেসি। সেই ‘ন্যাপকিন পেপার’ এতদিন ছিল বার্সার মিউজিয়ামে। এবার সেই ‘ন্যাপকিন পেপার’ উঠতে যাচ্ছে নিলামে।

জানা গেছে, আগামী ১৮ মার্চ সেই ন্যাপকিন পেপার নিলামে তোলা হবে। যা চলবে ২৭ মার্চ পর্যন্ত। এই আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্যের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস। বিষয়টি নিয়ে বোনহামসের দুষ্প্রাপ্য বই এবং পাণ্ডুলিপি বিভাগের প্রধান ইয়ান এহলিং বলেন, ‘মেসির ক্যারিয়ারের সূচনালগ্ন এখানে নথিভুক্ত করা হয়েছে। এটা সত্যিই অবিশ্বাস্য।’

ন্যাপকিনের দাম ৬ লাখ ৩৫ হাজার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হলেও এহলিংয়ের আশা আরো বেশি, ‘আমি আরো বেশি দামে এটা বিক্রি করতে পারব বলে আশা করতেই পারি।’

এর আগে নিউইয়র্কে সেই ন্যাপকিন পেপারের প্রদর্শনী চলছে। নিউইয়র্কের পর প্যারিস ও লন্ডনেও এর প্রদর্শনী হবে। তারপর তোলা হবে নিলামে।

প্রসঙ্গত, মেসি-বার্সার এই ঐতিহাসিক চুক্তি হয়েছিল ২০০০ সালে। তখন মেসি ১৩ বছরের বালক। সে বছর বার্সেলোনার ট্রায়ালে মেসি সবাইকে চমকে দেন। এরপর তার পরিবার মেসিকে নিয়ে রোজারিওতে ফিরে যায়। সেই সময়ে একদিন হঠাৎ করেই বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাস মেসির পরিবারকে দুপুরের খাবারের নিমন্ত্রণ করেন। সেখানেই হয় এই ঐতিহাসিক চুক্তি। 

সেই ঐতিহাসিক ন্যাপকিন পেপার, যা দিয়ে বার্সার সঙ্গে সম্পর্কের শুরু মেসির

 

রেক্সাস ছাড়াও সেই ন্যাপকিন পেপারে সই ছিল বার্সার দলবদল বিষয়ক পরামর্শক জোসেফ মিনগেলা ও এজেন্ট হোরাশিও গ্যাগিওলির। এজেন্ট গ্যাগিওলিওই মেসির নাম প্রথম সুপারিশ করেছিলেন। তখন কাতালান ক্লাবটির সভাপতি ছিলেন হুয়ান গাসপোর্ত।

সেই চুক্তিতে লেখা ছিল, ‘বার্সেলোনায় ১৪ ডিসেম্বর, ২০০০ সালে মিনগেলা, হোরাশিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সঙ্গে নির্দিষ্ট অঙ্কে লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে একমত হওয়া গেল।’

Header Ad
Header Ad

প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়া এক ফ্লাইটে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে ফ্লাইটের দরজা খুলে ঝাঁপ দেয়ার চেষ্টা করে টোরেস নামে এক যুবক।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সেই যুবককে যুক্তরাষ্ট্রের বো-তে লোগান বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সেই যুবক পুয়ের্তো রিকোর বাসিন্দা।

পুলিশ ও ফ্লাইট কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট উড়ার ঠিক আগে টোরেসের তার প্রেমিকার সাথে তীব্র ঝগড়া বাঁধে। তার পর হঠাৎ ফ্লাইটের আপৎকালীন দরজা খুলে লাফ দিতে যান টোরেস। সেই সময় বিমানের অন্য যাত্রীরা তাকে ধরে ফেলেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ম্যাসাচুসেটস স্টেট পুলিশ। তারা অভিযুক্ত টোরেসকে আটক করে। যুক্তরাষ্ট্রের একটি আদালতে তাকে হাজির করানো হলে বিচারক টোরেসকে জামিন দেন। একই সঙ্গে আদালত জানায়, পরবর্তী শুনানির আগে ম্যাসাচুসেটস ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না টোরেস।

Header Ad
Header Ad

হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনার দুই পাসপোর্ট বাতিলের প্রসঙ্গ তুলে ভারত কর্তৃক তার ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "দুইটি পাসপোর্ট বাতিল হওয়ার পর কীভাবে ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে?" অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে পাঠানোর আবেদন করা হলেও ভারত তাকে দেশে ফেরত না পাঠিয়ে উল্টো ভিসার মেয়াদ বৃদ্ধি করে তাকে পুরস্কৃত করেছে বলে দাবি করেন তিনি।

দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী শেখ হাসিনার শাসনামল ও তার রাজনীতি নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশে লাশের রাজনীতি চালু ছিল এবং মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে। রিজভী আরও বলেন, শেখ হাসিনা তার ছাত্রলীগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ভীতির পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে বিরোধী দলের কেউ রাজনীতি করতে পারত না।

শেখ হাসিনার শাসনব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, "তিনি এদেশকে একটি ভয় ও আতঙ্কের নগরীতে পরিণত করেছিলেন। জনগণের মতামত উপেক্ষা করে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচন ও ভোটকে মূল্য দেননি।" এছাড়া, রিজভী অভিযোগ করেন যে শেখ হাসিনা তার শাসনকালকে "নতুন বাকশাল" আঙ্গিকে সাজিয়েছিলেন এবং তার বাবার পথে হেঁটে গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন।

রিজভী তার বক্তব্যে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককেও সমালোচনা করেন। শেখ হাসিনা বাংলার মাটিতে টিকে থাকতে পারেননি এবং ছাত্র-জনতার আন্দোলনের ফলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

Header Ad
Header Ad

মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল

শেখ হাসিনা ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। ছবিঃ সংগৃহীত

‘মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এমনটাই বলেছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বুধবার (০৮ জানুয়ারী) দিবাগত রা‌তে নি‌জের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল এ কথা বলেন। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার ভিডিও বার্তায় জানাননি।

৮ মিনিট ৫০ সেকেন্ড দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, এ দেশ আমাদের অহংকার।

তিনি বলেন, একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না। গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম। কিন্তু ড. ইউনূস সরকার শিশুদের এই উৎসব থেকে বঞ্চিত করেছে। শুধু শিশুদের নয়, এ দেশের সকল মানুষের আশা-আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান নিয়েছে।

তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করে বলেন, আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে। এ পর্যন্ত দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করেন তিনি।

দেশের সাধারণ জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে নাদেল বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে।দেশের উন্নয়নের চিত্র সারা বিশ্বের মানুষ দেখেছে। দেশ পরিচালনা করতে গিয়ে আমাদেরও অনেক ভুল ছিল, আমরা এ জন্য ক্ষমাপ্রার্থী।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ওপর অনেক নির্যাতন হয়েছে। অনেককে হত্যা করা হয়েছে। অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, অনেকের বাসা বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাদের অনেক কর্মী নানাবিধ বিপদের মধ্যে আছে। আমরা আমাদের কর্মীদের খবর ঠিকমতো নিতে পারিনি। আপনারা ধৈর্য ধরুন, আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ
দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল : বাণিজ্য উপদেষ্টা
একাই ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান এফ রহমান  
সোহানের তাণ্ডবে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে দেশত্যাগে নিষেধাজ্ঞা  
দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয়: ডিএমপি কমিশনার  
বিএনপি নেতাকর্মীদের সতর্কবার্তা: ভুঁইফোড় সংগঠন ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে নির্দেশনা
পাচার হওয়া টাকা ফেরাতে দুদকের ১০টি দল গঠন
নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন, দুদকের ২ মামলা
নির্বাচনে কারও পক্ষে কাজ করলে অসুবিধা হবে: সিইসি  
লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছাই
শরীয়তপুরের জাজিরা থানা থেকে ওসির মরদেহ উদ্ধার
১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ছে