ফিফা ক্লাব বিশ্বকাপ শুরুর তারিখ ঘোষণা
ক্লাব বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত
আগামী ফিফা ক্লাব বিশ্বকাপ হবে ৩২টি দল নিয়ে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে এ তথ্য জানিয়েছিলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো। এবার জানা গেল ২০২৫ সালের কোন মাস থেকে শুরু হতে হচ্ছে এই টুর্নামেন্ট।
রোববার (১৭ ডিসেম্বর) সৌদি আরবের রাজধানী জেদ্দায় এক বৈঠকের আয়োজন করে ফিফা। বৈঠক শেষে জানা যায়, ২০২৫ সালের ১৫ জুন থেকে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টটি চলবে প্রায় এক মাস ধরে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুলাই।
৩২ দল নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। তার আগে আরেকটি মিনি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
৩২ দলের ভেতর ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২৪ সময়কালে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশীয় চ্যাম্পিয়নরা সরাসরি খেলতে পারবে ২০২৫ বিশ্বকাপে।
সেই অনুযায়ী ইতোমধ্যেই ফিফা ক্লাব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বেশকিছু ক্লাব। তাদের মধ্যে রয়েছে- রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার সিটি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, মন্তেরি (মেক্সিকো), লিও (মেক্সিকো), সিয়াটেল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র), আল আহলি (মিসর), ওয়াইদাদ কাসাব্লাঙ্কা (মরক্কো), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান), ওয়াইদাদ, অকল্যান্ড সিটি (নিউজিল্যান্ড) ও আল হিলালের (সৌদি আরব)। বাকি দলগুলোর ভাগ্য ঝুলে আছে ২০২৪ মহাদেশীয় প্রতিযোগিতা ও র্যাঙ্কিংয়ের ওপর।