আরও শিরোপা জিতব: ব্যালন ডি’অর হাতে নিয়ে মেসি
ছবি: সংগৃহীত
লিওনেল মেসির প্রাপ্তির ঝুলিতে বাদ পড়েনি কোনো কিছুই। সম্প্রতি ইন্টার মায়ামির খেলোয়াড় হিসেবে এবার ব্যালন ডি’অর জিতেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। মায়ামি সমর্থকদের জন্য এ যেন দুর্দান্ত এক মুহূর্ত। আজ মায়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ভক্ত-সমর্থকদের সামনে নিজের অষ্টম ব্যালন ডি’অর ট্রফিটি উপস্থাপন করেন মেসি।
একসময় ব্যালন ডি’অর হাতে মাঠে প্রবেশ করেন মেসি। এসময় গোটা গ্যালারি যেন করতালি ও হর্ষধ্বনিতে কেঁপে উঠছিল। মাঠের নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে হাত মিলিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশে ব্যালন ডি’অর উঁচিয়ে ধরেন মেসি। এরপর মাইক্রোফোন হাতে নিয়ে ব্যক্ত করেন নিজের অনুভূতিও। বলেছেন, মায়ামির হয়ে আরও শিরোপা জেতার আকাঙ্ক্ষার কথা।
এসময় দর্শকদের উদ্দেশে মেসি বলেন, ‘প্রথমত আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এখানে আসার জন্য এবং দারুণ এ আয়োজন করার জন্য। আমার জন্য আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য এটা দারুণ কিছু।’
মায়ামিতে আসার পর যে ভালোবাসা পেয়েছেন, তাও ব্যক্ত করেছেন এলএম ১০। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি অল্প কদিন হলো, কিন্তু আমার মনে হচ্ছে, আমি অনেক দিন ধরেই এখানেই আছি। আমি মায়ামির সব মানুষকে ধন্যবাদ দিতে চাই। আপনারা আমার ও আমার পরিবারের সঙ্গে যে আচরণ করেছেন, সেটা দারুণ। আপনারা আমাদের অনেক ভালোবাসা দেখিয়েছেন। আপনারাই আমাকে এই অনুভূতি দিয়েছেন যে এটা আমার ঘর।’