জয় দিয়ে মৌসুম শুরু করল ম্যানচেস্টার
ইপিএলে জয় দিয়েই মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের শিষ্যরা।
ওল্ড ট্রাফোর্ডে,শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। শুরুতেই রাশেফোর্ডের শট ঠেকিয়ে দেন উলভারহ্যাম্পটন গোলরক্ষক জোসে সা। প্রথমার্ধে গোলের জন্য আটটি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত সফরকারীরা। কিন্তু মাত্র ৩ গজ দূর থেকে পোস্টে মেরে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন কুইয়া।
শেষ দিকে আর ভুল নয়, দুই ডিফেন্ডারের নৈপুণ্যে এগিয়ে যায় ইউনাইটেড। ওয়ান-বিসাকার উঁচু করে বাড়ানো বলে চমৎকার হেডে জাল খুঁজে নেন ভারানে। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টেন হাগের দল।