নারী ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলবে নতুন দল
নারী ফুটবল বিশ্বকাপে চলছে একের পর এক অঘটন। ৩২ বছরের ইতিহাসে এই প্রথম নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব। রাউন্ড অফ সিক্সটিন থেকে বাদ পড়েছে আসরের সবচেয়ে অভিজ্ঞ ও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। আর শেষ আট থেকে বাদ পড়েছে গত আসরের রানার্সআপ নেদারল্যান্ডস।
নিউজিল্যান্ডের ইডেন পার্কে মঙ্গলবার দুপুর দুইটায় শেষ চারে মুখোমুখি হবে সুইডেন ও স্পেন। ফিফা র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা সুইডেন আসরের মোস্ট ফেভারিট। চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রসহ আরেক বিশ্বচ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। এনিয়ে চতুর্থবারের মত সেমির মঞ্চে সুইডেন।
সুইডিশ কোচ জর্জ ভিলডা বলেছেন ''আমরা আমাদের যোগ্যতায় সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছি, এতদূর এসেছি চলে যাওয়ার জন্য নয়। ফাইনালে খেলার জন্য দলের প্রত্যেকটি খেলোয়াড় মুখিয়ে আছে। আমাদের আত্মবিশ্বাস আছে, এখন মাঠের প্রয়োগের সময়''
অন্যদিকে, নারী বিশ্বকাপের নবম আসর হলেও বর্তমান আসর নিয়ে মাত্র তিনবারই বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে স্পেন। প্রথমবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও, পরেরবার ঠিকই নিশ্চিত করেছে নক আউট পর্বের টিকিট। এবার গেল আসরের রানার্সআপ নেদারল্যান্ডসকে বিদায় করে নতুন ইতিহাস তৈরী করেছে স্প্যানিশরা। এবার ফাইনালে উঠে আরও একটি রূপকথা তৈরীর অপেক্ষায় স্পেন।
অভিজ্ঞতার দিক দিয়ে বেশ এগিয়ে সুইডেন, তবে স্পেনের ধারাবাহিক পারফরমেন্স চিন্তার কারণ হতে পারে সুইডিশদের। গত বছর একমাত্র প্রীতি ম্যাচও শেষ হয়েছিল সমতায়।