পরিবার ও নিজেকে সময় দিতে ফুটবলকে বিদায় বললেন স্বপ্না
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় সিরাত জাহান স্বপ্নার হঠাৎ অবসরের ঘোষণায় পুরো দেশসহ তোলপাড় চলছে বাফুফেতে। গত বৃহস্পতিবার (২৫ মে) বাফুফে ক্যাম্প থেকে নিজ গ্রাম রংপুর সদর উপজেলার পালিচড়া সদ্যপুস্করনিতে আসেন তিনি। অভিমানে স্বপ্না ফুটবলকে বিদায় জানিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।
সাফজয়ী এই ফুটবলারের খেলা ছাড়ার কারণ জানতে রবিবার (২৮ মে) স্বপ্নার গ্রামের বাড়ি রংপুরের সদর উপজেলার পালিচড়া সদ্যপুস্করনি গ্রামে গিয়ে কথা হয় তার সঙ্গে।
সিরাত জাহান স্বপ্না বলেন, পরিবার আর নিজেকে সময় দিতেই এই সিদ্ধান্ত। আমরাতো সারা বছরই ক্যাম্পের মধ্যে একটা টাইট শিডিউলে থাকি। ওইভাবে আসলে নিজেকেও সময় দিতে পারি না এবং পরিবারকেও সময় দিতে পারি না। তাই মনে হলো এবার একটু ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত বা একটু নিজেকে সময় দেওয়া দরকার।
দলে না থাকলে আসন্ন ম্যাচগুলোতে দল সাজাতে মাঠে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে স্বপ্না বলেন, না, আসলে ওইদিক থেকে কোনো সমস্যা হওয়ার কথা না। যেহেতু সামনে আমাদের এশিয়ান গেমস আছে সেপ্টেম্বরে এবং পুরো টিমের ভালো প্রিপারেশন চলছে। আমি নিজেও অনেক হার্ডওয়ার্ক করেই কিন্তু বাসায় এসেছি। তাই আসলে ঝামেলা হওয়ার কোনো প্রশ্ন আসে না।
জানা গেছে, গত সেপ্টেম্বরে সাফচ্যাম্পিয়ন হয়ে আসার পর নারী ফুটবলাররা কোনো ম্যাচ খেলতে পারেননি। দুই দফা প্রীতি ম্যাচের আয়োজনের চেষ্টা করেও ব্যর্থ হয় ফুটবল ফেডারেশন। মিয়ানমারে অলিম্পিক বাছাইয়েও খেলতে পাঠায়নি দল। আবার অনেকের দেশের বাইরে খেলার প্রস্তাব ছিল। নারী ফ্রাঞ্চাইজি লিগের জন্য সেই প্রস্তাবেও সাড়া দিতে পারেননি।
ফুটবল ছাড়ার বিষয়ে কথা হয় স্বপ্নার মা লিপি বেগমের সঙ্গে। তিনি বলেন, ২ দিন হলো বাসায় এসেছে। মেয়ে আমাকে বলেছে মা আমি আর খেলাধুলা করব না। ২ দিনের ছুটি নিয়ে এসেছে বলে জানিয়েছে।
তিনি আরও বলেন, এখন মেয়ে এসে হুট করে বলছে আমি আর খেলব না, ভালো লাগছে না। মেয়ে যদি না খেলে তাহলে আমরা কি জোর করে বলব না খেলাধুলা করতে। আমি তো এই কথা বলতে পারব না।
প্রসঙ্গত, এর আগে ক্যাম্প ত্যাগ করার দিনই পেশাদার ফুটবল ছাড়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে স্বপ্না লেখেন, আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে বিদায় নিলাম। প্রায় ৮ বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সবকিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি। ফুটবল খেলার সুবাদে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।
অবশ্য এখন আর সিরাত জাহান স্বপ্নার দেওয়া সেই ফেসবুক পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
এসজি