ইউরোপা লিগে রোমা-সেভিয়া ফাইনাল

সেমিফাইনালের বাধা টপকে গেল রোমা ও সেভিয়া। দুই লেগ মিলিয়ে লেভারকুসেনকে ১-০ গোলে পেছনে ফেলেছে রোমা। সেভিয়া জুভেন্টাসের বিদায়ঘণ্টা বাজিয়েছে ৩-২ গোলের অগ্রগামিতায়। আগামী ৩১ মে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট।
রোমা তাদের কাজটা সেরে রেখেছিল নিজেদের আঙিনায়। প্রথম লেগ ১-০ গোলে জিতে। তাতে বৃহস্পতিবার (১৯ মে) লেভারকুসেনের মাঠে গোলশূন্য ড্র করেও ফাইনালে উঠে গেছে হোসে মরিনহোর দল। হোম ম্যাচে সেরা ফুটবল খেলেছিল স্বাগতিকরা। একইসঙ্গে সিরিজ ফাউলে বিরক্ত করে অতিথিদের।
ম্যাচজুড়ে ৭১ শতাংশ সময় বল দখলে রাখে লেভারকুসেন। সবমিলে শট নেয় ১৫টি। এর মধ্যে ৬টি ছিল প্রতিপক্ষের গোলমুখ বরাবর। কিন্তু একটিতেও জালের দেখা মিলেনি। আক্রমণাত্মক খেলার বিপরীতে ৬টি হলুদ কার্ডও দেখে জার্মান ক্লাবটির ফুটবলাররা।
ফিরতি লেগে একেবারে নিষ্প্রভ ছিল রোমা। মরিনহোর শিষ্যরা শত চেষ্টা করে একটি অন-শটও নিতে পারেনি। পুরো ম্যাচে শট নিতে পারে মাত্র একবার। তারপরও নিজেদের জাল অক্ষত রেখে ইউরোপার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
একই রাতে সেভিয়া-জুভেন্টাসের ফিরতি লেগ ছিল নাটকীয়তায় ভরপুর। দুই দল প্রথম লেগ ড্র করেছিল ১-১ গোলে। সেভিয়ায় মাঠে ফিরতি দেখায় এগিয়ে যায় জুভেন্টাস। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫ মিনিটে তুরিনের বুড়িদের এগিয়ে নেন ভ্লাহোভিচ। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকার সুযোগ হয়নি অতিথিদের।
৭১ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান সুসো। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে সেভিয়াকে এগিয়ে নেন লামেলা। স্বাগতিকরা বিপদে পড়েছিল শেষ দিকে। ১১৫ মিনিটে তারা ১০ জনের দলে পরিণত হয় আকুনা দ্বিতীয় হলুদ ও লাল কার্ড দেখায়।
তবে শক্তি হারালেও পথ হারায়নি সেভিয়া। শেষ পর্যন্ত লিড রাখলে রেখে ফাইনালে উঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ ক্লাবটি।
এসজি
