ফাইনালে রিয়ালকে চায় না ইন্টার
পারেনি এসি মিলান। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। বহু কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট হ্যাভিয়ের জানেত্তি বললেন, ফাইনালে রিয়াল মাদ্রিদকে চান না তারা।
আজ (১৭ মে) রাতে সেমিফাইনালেন ফিরতি লেগে মুখোমুখি হবে ম্যানসিটি-রিয়াল। দুই দল প্রথম লেগ ড্র করেছে ১-১ গোলে। দুই জায়ান্টের ফিরতি লড়াইয়ের আগেই শিরোপার লড়াই নিশ্চিত করেছে ইন্টার।
প্রথম লেগে এসিকে ২-০ গোলে হারিয়েছিল ইন্টার। মঙ্গলবার (১৬ মে) রাতে ফিরতি লেগ জিতে নেয় ১-০ ব্যবধানে। সবমিলে ৩-০ অগ্রগামিতায় ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার।
ইউরোপ সেরা টুর্নামেন্টে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও স্প্যানিশ জায়ান্টরা। কঠিন এই দলটিকে ফাইনালে প্রতিপক্ষকে হিসেবে চান না জানেত্তি।
ইন্টার ভাইস-প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদকে এড়িয়ে যেতে চাই কারণ প্রতিযোগিতাটি তাদের জন্য তৈরি বলে মনে হচ্ছে।’
এসজি