সেমিতে শেখ রাসেল, প্রতিপক্ষ আবাহনী
চূড়ান্ত হলো ফেডারেশন কাপের সেমিফাইনালের চার দল। সবার শেষে সেরা চার নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ফাইনালে উঠার মিশনে তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। অপর সেমিতে শক্তিশালী বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ সামলাতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।
মঙ্গলবার (২ এপ্রিল) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে গড়ায় ফেডারেশন কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনাল। সেরা আটের শেষ ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন কেনেথ ইকোচুকু।
প্রথমার্ধেই জয়সূচক গোলের দেখা পায় শেখ রাসেল। ম্যাচের চতুর্থদশ মিনিটে আক্রমণে উঠেন এমফন উদোহ। বাঁ দিক থেকে ডি-বক্সে ঢুকে কাট ব্যাক করেন তিনি। গোলমুখে প্রস্তুত থাকা ইকোচুকু মুহূর্তেই বল পাঠান জালে। যোগ করা সময়ে গোল করেছিলেন দিয়ালো। কিন্তু অফসাইডের কারণে রহমতগগঞ্জের সেই গোল বাদ হয়।
দ্বিতীয়ার্ধে বিপদ বাড়ে শেখ রাসেল শিবিরে। অহেতুক ফাউল করে ৫৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তাদের ডিফেন্ডার আবিদ আহমেদ। প্রতিপক্ষের শক্তি কমলেও সেই সুযোগ কাজে লাগানোর সৌভাগ্য হয়নি রহমতগঞ্জের। মাঠ ছাড়তে হয় বিদায়ের হতাশা নিয়ে।
টুর্নামেন্টের প্রথম সেমিতে লড়বে বসুন্ধরা-মোহামেডান। ৯ মে দেখা হবে তাদের। ১৬ মে দ্বিতীয় সেমিতে ঢাকা আবাহনী ও শেখ রাসেলের লড়াই হবে।
এসজি