লিগ শিরোপা আমাদের হাতে: গার্দিওলা
ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের লড়াইকে বলা হচ্ছিল ‘অলিখিত ফাইনাল’। প্রিমিয়ার লিগে সেই ফাইনাল ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাতে উচ্চকণ্ঠ পেপ গার্দিওলা। ম্যানসিটি কোচ বলেছেন, ‘লিগ শিরোপা আমাদের হাতে।’
লিগ টেবিলে এখনো শীর্ষে আর্সেনাল। তবে ম্যানসিটির চেয়ে ২ ম্যাচ বেশি খেলা গানাররা এগিয়ে মাত্র ২ পয়েন্টে। অর্থাৎ টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও শিরোপা ধরে রাখার মিশনে সঠিক পথেই সিটিজেনরা। শিরোপার নিয়ন্ত্রণ দখলে নিলেও শিষ্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গার্দিওলা।
ম্যানসিটি কোচ বলেছেন, ‘আমাদের মনোযোগ হারানোর সুযোগ সেই। এখন এটা (লিগ শিরোপা) আমাদের হাতে। আমরা এটা পাব কি না তা পরের তিন ম্যাচে জানা যাবে। বাস্তবতা হলো আমরা এখনো আর্সেনালের পেছনে আছি। তাই শিরোপা জেতা আমাদের জন্য সহজ হবে না।’
গার্দিওলা যোগ করেন, ‘এখন ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। দেখা যাক কী হয়। তবে শিরোপা নিয়ন্ত্রণ যেহেতু আমাদের হাতে, বাকি সুযোগগুলো সদ্ব্যবহার করতে হবে।’
এসজি