আর্সেনালকে উড়িয়ে দিল ম্যানসিটি
ইতিহাদ স্টেডিয়ামে পাত্তাই পেল না আর্সেনাল। নিজেদের আঙিনায় মিকেল আর্তেতার শিষ্যদের উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার (২৬ এপ্রিল) রাতে প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দলের হাইভোল্টেজ ম্যাচ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে পেপ গার্দিওলার দল।
এই জয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও কমাল ম্যানসিটি। শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৭৫। খেলেছে ৩৩ ম্যাচ। দুই ম্যাচ কম খেলা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ২ পয়েন্ট কম নিয়ে অবস্থান করছে টেবিলের দ্বিতীয় স্থানে।
ম্যাচজুড়ে বল দখলে প্রায় সমানে-সমান ছিল দুই দল। আক্রমণে ম্যানসিটির ধারেকাছেও ছিল আর্সেনাল। তারই সুফল পেয়েছে স্বাগতিকরা, বিশেষ করে আর্লিং হালান্ড ও কেভিন ডি ব্রুয়েনের দারুণ বোঝাপড়ায়। সিটিজেনদের প্রতি গোলে অবদান ছিল যেকোনো একজনের।
কঠিন ম্যাচে দুই অর্ধে দুটো করে গোল আদায় করে নেয় ম্যানসিটি। সপ্তম মিনিটে স্বাগতিকদের প্রথমবার গোলোৎসবে মাতান ডি ব্রুয়েন। তাকে অ্যাসিস্ট করেন হালান্ড। প্রথমার্ধে যোগ করা সময়ে জন স্টোনসকে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডি ব্রুয়েন।
দ্বিতীয়ার্ধে ফের জালে পথ খুঁজে নেন বেলজিয়ান মিডফিল্ডার। ৫৪ মিনিটে ডি ব্রুয়েনের দ্বিতীয় গোলেও অবদান রাখেন হালান্ড। ৮৬ মিনিটে অবশ্য একটি গোল শোধ দেন হোল্ডিং, যা কেবল সান্ত্বনার। উল্টো ইনজুরি টাইমে ফিল ফোডেনের অ্যাসিস্টে আর্সেনালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হালান্ড (৪-১)।
এসজি