চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মিলান ডার্বি
বিন্দুমাত্র ছাড় দেয়নি বেনফিকা। মরণকামড় দিয়েছিল ইন্টার মিলানকে। দুই আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ ও জোয়াকিন কোরেয়ার গোলে উদ্ধার হয় ইতালিয়ান জায়ান্টরা। নাম লেখায় সেরা চারে। তাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিশ্চিত হলো মিলান ডার্বি। ২০০৫ সালের পর প্রথমবার ইউরোপ সেরা টুর্নামেন্টে দেখা হবে ইন্টার ও এসি মিলানের।
বুধবার রাতে ৬ গোলের থ্রিলার জিততে পারেনি বেনফিকা ও ইন্টার। লিসবনে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল ইতালিয়ান জায়ান্টরা। ঘরের মাঠে ফিরতি লেগের চতুর্দশ মিনিটে তারা এগিয়ে যায় নিকোলো বারেল্লার হেডে। তাকে অ্যাসিস্ট করার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য মার্টিনেজ।
৭৮ মিনিটে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৫-১ করেন আরেক আর্জেন্টাইন কোরেয়া। শেষ দিকে অবশ্য জ্বলে ওঠে বেনফিকা। পর্তুগিজ ক্লাবটির হয়ে জালের দেখা পান আন্তেনিও সিলভা ও মুসা। এর আগে প্রথমার্ধে স্বাগতিকদের জাল কাঁপান আর্সনেস। সবমিলে ৩-৩ ড্রয়ে শেষ হয় দুই দলের লড়াই। দুই লেগ শেষে ৫-৩ গোলের অগ্রগামিতায় সেমি নিশ্চিত হয় ইন্টারের।
এসএন