প্রিমিয়ার লিগে উঠার ট্রফি পেল ব্রাদার্স
একসময় ঢাকার ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়ন ছিল শক্তিশালী এক দল। জনপ্রিয়তার তুঙ্গে থাকা আবাহনী ও মোহামেডানকে চ্যালেঞ্জ জানানোর মতো একমাত্র দলই ছিল ব্রাদার্স। ফুটবলের জনপ্রিয়তা যেমন তলানিতে গিয়ে ঠেকেছে, তেমনি ব্রাদার্সেরও হয়েছে পতন। প্রিমিয়ার লিগ থেকে তারা নেমে যায় প্রথম বিভাগে। সেই ব্রাদার্স ২ বছর পর আবার যোগ্যতা অর্জন করেছে প্রিমিয়ার লিগ খেলার। এবারের চ্যাম্পিয়নস লিগে তারা আগেই প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা অর্জন করে নেয়। আজ তারা শেষ ম্যাচে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে ট্রফিও পেয়েছে হাতে।
বুধবার (১৯ এপ্রিল) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্সের সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫০ ও ৮৩ মিনিটে ইমরানের ২ গোল, মাঝে ১টি গোল করেন ৫৯ মিনিটে সোহাগ। ২০ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৫১। রানার্সআপ হয়েছে বাফুফে এলিট ফুটবল একাডেমি। তাদের পয়েন্ট ৪৬। বাফুফের বাইলজে উল্লেখ থাকায় নিজেদের এই এলিট ফুটবল একাডেমি প্রিমিয়ার লিগে খেলতে পারবে না। ফলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো খেলবে প্রিমিয়ার লিগে।
একই মাঠে আজ দিনের অপর ম্যাচটি ফকিরেরপুল ইয়ং ম্যানস ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের খেলাটি ২-২ গোলে ড্র হয়। ফকিরেরপুলের পক্ষে জয় ও ডালিম এবং ওয়ান্ডারার্সের পক্ষে রায়হান ও সৌরভ গোল করেন।
খেলা শেষে পুরস্কার প্রদান করেন বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন মহি। এসময় উপস্থিত ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী, আমের খান, মহিদুর রহমান মিরাজ এবং বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান রহমান তুষার।
এমপি/এসজি