আজ বায়ার্নের অগ্নিপরীক্ষা, প্রতিপক্ষ ম্যানসিটি
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের শঙ্কায় বায়ার্ন মিউনিখ। শঙ্কার মেঘ দূর করতে অসাধ্য সাধন করতে হবে জার্মান জায়ান্টদের। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটিকে হারাতে হবে কমপক্ষে ৪-০ ব্যবধানে। কেননা, সিটিজেনদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগে তাদের সঙ্গী হয়েছে ৩-০ গোলের হার।
আজ (১৯ এপ্রিল) হোম ভেন্যু অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অগ্নিপরীক্ষা দেবে টমাস টুখেলের বায়ার্ন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে দুই দলের ফিরতি লেগের লড়াই।
বায়ার্নের বাঁচা-মরার ম্যাচে রেকর্ডের হাতছানি পেপ গার্দিওলার সামনে। চ্যাম্পিয়নস লিগে সেঞ্চুরির দোড়গোড়ায় স্প্যানিশ কোচ। প্রয়োজন একটি মাত্র জয়। দূরত্ব ঘুঁচলে কার্লো আনচেলত্তি ও স্যার অ্যালেক্স ফার্গুসনের পর তৃতীয় কোচ হিসেবে টুর্নামেন্টে শততম জয় পাবেন তিনি।
এই মাইলফলকে পৌঁছাতে আনচেলত্তির ১৮০ ম্যাচ এবং ফার্গুসনের ১৮৪ ম্যাচ লেগেছে। ইউরোপ সেরা টুর্নামেন্টে গার্দিওলা ৯৯তম জয় দেখেছেন ১৫৮টি ম্যাচে। আজ যদি গুরুকে আনচেলত্তি-ফার্গুসনের উচ্চতায় তুলতে পারে শিষ্যরা, তবে বিদায় ঘণ্টা বাজবে বায়ার্নের।
প্রথম লেগের স্কোরলাইন বলে দিচ্ছে ইতিহাদে কতটা বাজে ছিল বায়ার্নের পারফরম্যান্স। সেইসঙ্গে গৃহযুদ্ধও লেগেছে জার্মান শিবিরে। ওই হারের পরই ড্রেসিংরুমে কথা কাটাকাটি হয় সাদিও মানে ও লেরয় সানের। বাগবিতণ্ডার একপর্যায়ে সানেকে ঘুষি মারেন মানে। ইতোমধ্যে অপরাধের শাস্তি পেয়েছেন সেনেগালের এই ফরোয়ার্ড।
গত শনিবার রাতে হফেইহেইমের বিপক্ষে মানেকে মাঠে নামাননি টুখেল। ঘরের মাঠে সেই ম্যাচটিও জেতা হয়নি বায়ার্নের। হফেনহেইমের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। অর্থাৎ টানা দুই ম্যাচ জয়হীন থেকে ফিরতি লেগে নামার অপেক্ষায় তারা। তাই ম্যানসিটির বিপক্ষে মানেকে বসিয়ে রাখার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেননি টুখেল।
বায়ার্ন কোচ নিশ্চিত করেছেন যে চ্যাম্পিয়নস লিগে শেষ আটের ফিরতি লেগে খেলবেন সেনেগালের ৩১ বছর বয়সি ফরোয়ার্ড। বলা হচ্ছে, গৃহযুদ্ধের প্রভাব পড়েছে বায়ার্ন শিবিরে। যা কাটিয়ে ম্যানসিটির মতো দলের বিপক্ষে অসাধ্য সাধন করা অসম্ভব তাদের পক্ষে!
এসজি