নিষিদ্ধ সোহাগ: ফিফা করল ২ বছর, বাফুফে আজীবন
আর্থিক কেলেঙ্কারির জন্য বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। কিন্তু তার এই কেলেঙ্কারিকে দূর্নীতি বলতে নারাজ বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এটিকে জালিয়াতি বলে মন্তব্য করেছেন তিনি।
বাফুফের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। যে কারণে সোহাগ নিষিদ্ধ হয়েছেন, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে এই দায় বর্তায় সালাম মুর্শেদীর উপরও। এক সংবাদিকদের এ রকম প্রশ্নের জবাবে কিছুটা রেগে গিয়ে (অতীতে তাকে কখনই যে কোনও পরিস্থিতিতে রাগতে দেখা যায়নি) বলেন, না, কোনো দুর্নীতির অভিযোগ নেই। আপনি ভাষা ঠিক করেন।’
তিনি বলেন, ‘আসলে একটা জিনিস ক্রয় করতে সে প্রকৃত নিয়মটা ফলো করেনি। সবকিছুই কিন্তু ফিফার ৫১ পাতার রিপোর্টে লেখা আছে। তাই বলবো কোনো দুর্নীতি হয়নি। ক্রয়ের পরিমাণটা কম ছিল নাকি প্রোপারলি হয়নি, যে কারণে এসবের তদন্ত হয়েছে। ফিফা থেকে, এএফসি থেকে লোক এসে এসব দেখেছে। কোথায় থেকে ক্রয় করা হয়েছে, সে কোম্পানি তারা দেখেছে। তাদের নিবন্ধন দেখেছে, তাদের ব্যবসার ব্যাকগ্রান্ড দেখেছে। দেখে তারা সন্তুষ্ট হননি বলে এই নিষেধাজ্ঞা তারা দিয়েছেন।’
ফিফার ৫১পৃষ্ঠার রিপোর্টে স্পষ্টভাবে লেখা Forgery and Falsification (জালিয়াতি ও মিথ্যা)। বিষয়টি সালাম মুর্শেদীর নজরে আনলে তিনি বলেন, ‘জালিয়াতি হলে তিনি ব্যক্তিগতভাবে করেছেন। তিনি একটা টাকা, একটা অর্থ বা একটা ডলার অমুক জায়গায় পাঠিয়েছেন। সেটা তার ব্যক্তিগত, ফুটবল ফেডারেশনের না। কিন্তু ফিন্যান্স কমিটির কোনো জালিয়তি নেই। সে এমন কিছু করেছে বলেই তো নিষিদ্ধ হয়েছে। সে যদি সঠিকভাবে করতো তাহলে তো নিষিদ্ধ হতো না।’
সাবেক সাধারণ সম্পাদকের এই সব কেলেঙ্কারির ভাগিদার বাফুফে হবে কি না জানতে চাওয়া হলে সালাম মুর্শেদী বলেন, ‘আমরা কোনো ব্লেইম নেবো না। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফিন্যান্স কমিটির ব্লেইম নয়। আবারো বলছি সে (সোহাগ) প্রপার প্রক্রিয়া ফলো করে নাই।’
সোহাগকে ফিফা ২ বছরের জন্য নিষিদ্ধ করলেও বাফুফে করেছে আজীবনের জন্য। বাফুফে কেন ফিফার পর এ রকম সিদ্ধন্ত নিল। কেন আগে নয়। এটা কি বাফুফের ব্যর্থতা নয়? জানতে চাওয়া হলে সালাম মুর্শেদী বলেন, ‘এখানে ব্যর্থতা, সফলতার বিষয় নয়। সাধারণ সম্পাদক হচ্ছে সর্বোচ্চ পোস্ট।’
ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে সালাম মুর্শেদীর কাছেও ফিফা চিঠি পাঠিয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিভিন্ন বিষয়ে আমাদের কাছে প্রায় সব সময়ই ফিফা-এএফসি থেকে চিঠি আসে। বিভিন্ন বিষয়ে জানতে চায়, আমরা জবাব দেই। এটা সে রকম একটা চিঠি।’
এমপি/এএস