বাফুফেতে এমন ঘটনা আর না ঘটার প্রতিশ্রুতি সালাউদ্দিনের

আর্থিক কেলেঙ্কারিতে ফিফা কর্তৃক দুই বছরের জন্য বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নিষিদ্ধ হওয়ার ঘটনায় টনক নড়ছে বাফুফের। সোমবার (১৭ এপ্রিল) এক জরুরি সভায় সর্বোচ্চ ৬ মাসের জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হোসেন তুষারকে দায়িত্ব দেওয়ার পর সংবাদ সম্মেলনে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, বাফুফেতে এরকম ঘটনা আর ঘটবে না।
জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন কথা বলেছেন খুবই কম। শুরুতে জরুরি সভার বিষয়টি তুলে ধরেন খুবই অল্প কথায়। এরপর বাকি কথা বলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বলেন, সোহাগ যা করেছেন, তা যেমন আপনাদের পছন্দ হয়নি, তেমনি আমাদেরও পছন্দ হয়নি। আমরা এটা নিশ্চিত করতে চাই এরকম ঘটনা বাফুফেতে আর ঘটবে না। এ সভায় এটা আমাদের ছিল মূল বিবেচ্য বিষয়। যে কারণে যা ঘটেছে, সেটা কেন ঘটল তা আমরা খতিয়ে দেখছি।
সোহাগ ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাজী সালাউদ্দিনের কথায় ছিল সোহাগের প্রতি সহমর্মিতা। কিন্তু আজকের সংবাদ সম্মেলনে ছিল পুরো বিপরীত। জানা গেছে, ফিফার পাঠানো ৫১ পৃষ্ঠার রিপোর্ট পড়ে তিনি নিজেও অবাক হয়েছেন। যে কারণে তার এই অবস্থান।
এমপি/এসজি
