বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার
ফাইল ছবি
সর্বোচ্চ ৬ মাসের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান হোসেন তুষারকে। তাকে স্থলাভিষিক্ত করা হয়েছে আর্থিক কেলেঙ্কারির জন্য ফিফা কর্তৃক ২ বছরের জন্য নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের জায়গায়।
সোমবার (১৭ এপ্রিল) বাফুফের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এ কথা জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এসময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সালাম মুর্শেদী বলেন, ‘আমরা সভায় বসেছিলাম সোহাগের পরিবর্তে কাকে দায়িত্ব দেওয়া যায় তা নিয়ে। সেখানে সিদ্ধান্ত হয়েছে ইমরান হোসেন তুষার আগামী ৩ মাস, সর্বোচ্চ ৬ মাস এ দায়িত্ব পালন করবেন। এরপর আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে স্থায়ীভাবে সাধারণ সম্পাদক নিয়োগ দেব।’
ইমরান হোসেন তুষার ২০১৬ সালে বাফুফেতে প্রটোকল অফিসার হিসেবে যোগ দেন। নিজ দায়িত্বের পাশাপাশি তিনি বাফুফের সভাপতির ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একইসঙ্গে সোহাগকে আগামীতে বাফুফের কোনো কর্মকাণ্ডে নেওয়া হবে না বলেও জানান সালাম মুর্শেদী।
সভায় ১০ সদস্যের একটি তদন্ত কমিটিও করা হয়েছে। এই কমিটি ফিফার ৫১ পৃষ্ঠার রিপোর্ট আগামী ৩০ দিনের মধ্যে নিজেরাও তদন্ত করে দেখবে। এই কমিটির সদস্যরা হলেন: বাফুফের ৪ সহ-সভাপতি- কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান মানিক, ইমরুল হাসান ও মহিউদ্দিন মহি, কার্যনির্বাহী পরিষদের ৩ সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রূপু ও ইলিয়াস হোসেন এবং অডিট কমিটির সদস্য ৩ জন।
এমপি/এসজি