মেসি জানেন না তার ভবিষ্যৎ কোথায়!
এখনো পিএসজির সঙ্গে কাগজে-কলমে বসা হয়নি লিওনেল মেসির। হয়নি চুক্তি নবায়ন। তাই বিশ্বকাপজয়ী সুপারস্টারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটেনি, যা আরও রহস্যময় করে তুললেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসি বলেছেন, তিনিই জানেন না তার ভবিষ্যৎ কোথায়!
চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে মেসির পুরনো চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে। অর্থাৎ সামনের গ্রীষ্মে ফ্রি এজেন্ট বনে যাবেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। প্যারিসে চুক্তি নবায়ন না করায় দলবদলের গুঞ্জনে শীর্ষে মেসি।
স্প্যানিশ মিডিয়ার তথ্যমতে, ক্লাব লিজেন্ডকে কাতালুনিয়ায় ফেরাতে খেলোয়াড় বিক্রির করার প্রস্তুতি নিয়েছে বার্সেলোনা। এরই মধ্যে মেসিকে বিশাল অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি ক্লাব। বলা হচ্ছে, নাসের আল- খেলাইফিও নাকি প্যারিসে ধরে রাখতে চান আর্জেন্টাইন তারকাকে।
অসংখ্য গুঞ্জনের ভিড়ে মেসি বলেছেন, ‘আমি জানি না আমার ভবিষ্যতে কি আছে। আমি আগেই বলেছি, আমার পক্ষে কল্পনা করা কঠিন, যা ঘটতে পারে সেগুলো সম্পর্কে চিন্তা করা কঠিন। আমি সত্যিই জানি না আমার ভবিষ্যৎ কোথায়। যা হবার তাই হবে, ঈশ্বর যেখানে চান সেখানে হবে।’
আরএ/