বাফুফে সাধারণ সম্পাদককে দুই বছরের জন্য নিষিদ্ধ করলো ফিফা
নারী ফুটবল দলকে অর্থের অভাবে অলিম্পিক বাছাই ফুটবলে না পাঠানোর জন্য প্রচন্ড চাপে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সমালোচনার তীব্র ঝাঁঝ তাদের দিকে। সেই সমালোচনার ঝাঁঝের মাঝেই বাফুফেকে পেতে হয়েছে আর একটি দুঃসংবাদ সেটিও আর্থিক কারণে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দুই বছরের জন্য বহিষ্কার করেছে। একই সঙ্গে বাংলাদেশি টাকায় ১২ লাখ টাকা (১০ হাজার সুইস ফ্রাঙ্ক) জরিমানাও করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে ফিফা এ বিষয়টি জানায়।
বিবৃতিতে ফিফা উল্লেখ করে, 'ফিফার তহবিলে ব্যয় সংক্রান্ত বিষয়ে ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য দেওয়ার কারণে সব ধরনের ফুটবল থেকে আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ১০ হাজার সুইস ফ্রাঙ্কও জরিমানা করা হয়েছে। ফিফা আইনের ১৩, ১৫ ও ২৪তম ধারা সাধারণ সম্পাদক ভঙ্গ করেছেন বলেও উল্লেখ করা হয়েছে। সোহাগকে শাস্তি দিয়েছে ফিফার ইন্ডিপেন্ডেন্ট এথিক্স কমিটি।
আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার আগে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল। তার সেই কারণ দর্শানোর জবাব ফিফার এথিক্স কমিটির মনঃপুত না হওয়াতে এই শাস্তি প্রদান করা হয়।
কোনও কিছু কেনা কাটার ক্ষেত্রে ফিফার ক্রয়নীতিতে আছে কোনও কিছু ক্রয় করার ক্ষেত্রে দরপত্র আহ্বান করতে হবে। সেখানে ন্যূনতম তিনটি দরপত্র থাকতে হবে। সর্বনিম্ন দরদাতার কাছ থেকে কিনতে হবে। বাফুফে তাই করেছে। কিন্তু ফিফার অডিট দল অপর দুইটি দরপত্র ও ক্রয় রশিদে গরমিল পায়। যার ধারাবাহিকতায় আসে এই নিষেধাজ্ঞ।
এ ব্যাপারে কথা বলার জন্য আবু নাঈম সোহাগকে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এমপি/এএস