চেলসিকে হারিয়ে এগিয়ে থাকল রিয়াল
সান্তিয়াগো বার্নাব্যুতে কঠিন পরীক্ষায় পাস করতে পারল না চেলসি। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে ২-০ গোলে। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আধিপত্য ছিল রিয়ালের। ৫৬ শতাংশ সময় বল দখলে রাখে স্বাগতিকরা। ১০টি অন-শট সহ নেয় মোট ১৫টি শট। বিপরীতে সর্বসাকুল্যে মাত্র ৫টি শটই নিতে পারে অতিথিরা, যার একটিতেও মিলেনি সাফল্য। তবে কার্লো আনচেলত্তির শিষ্যরা ঠিকই দুই অর্ধে তুলে নেয় দুই গোল।
ম্যাচে প্রথম সুযোগটা পেয়েছিল চেলসি। দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে বল নিয়ে ঢুকে পড়েন জোয়াও ফেলিক্স। কিন্তু সুযোগ হাতছাড়া করেন গোলরক্ষক থিবো কর্তোয়া বরাবর শট নিয়ে। দ্বাদশ মিনিটে ভিনিসিউস জুনিয়র ও করিম বেনজেমার সাজানো আক্রমণ রুখে দেন কেপা আরিসাবালাগা।
একবিংশ মিনিটে আর দলের জাল অক্ষত রাখতে পারেননি আরিসাবালাগা। ভিনিসিউসের ভলি কোনো রকমে আটকে দিয়েছিলেন চেলসি গোলরক্ষক, কিন্তু ফিরতি বল ঠিকই জালে পাঠান বেনজেমা। ফরাসি স্ট্রাইকারের উপহার দেওয়া লিড আগলে রেখে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ব্লুজদের বিপদ আরও বাড়ান বেন চিলওয়েল। আক্রমণে ওঠা রদ্রিগোকে ফেলে দেন ইংলিশ ডিফেন্ডার। যেহেতু গোল করার মতো পজিশনে ছিলেন রদ্রিগো, তাই সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। তাতে ৫৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় চেলসি।
শক্তি হারিয়ে সমতায় ফেরার সৌভাগ্য হয়নি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যদের। উল্টো দ্বিতীয় গোল হজম করে ৭৪ মিনিটে। মাঠে নামার ১৮০ সেকেন্ডের মধ্যে রিয়ালের ব্যবদান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।
আরএ/