টাকা চাওয়ার আগাম প্রস্তুতি বাফুফের
মিয়ানমারে মেয়েদের না পাঠানোয় তোপের মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কাজী সালাউদ্দিনদের গাফেলতিতে অলিম্পিকের বাছাইয়ে খেলতে পারেননি সাবিনা খাতুনরা। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে টাকা চাওয়ার আগাম প্রস্তুতি নিয়েছে বাফুফের হর্তাকর্তারা।
অর্থাভাবে মেয়েদের মিয়ানমার সফরে পাঠাতে পারেনি বাফুফে। সাবিনাদের বাছাইয়ে পাঠাতে প্রয়োজন ছিল প্রায় অর্ধকোটি টাকা। এত পরিমাণ অর্থ ছিল না ফেডারেশনের কোষাগারে। তাই সাহায্য চেয়ে আবেদন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বরাবর।
সাড়া না পেয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ঘোষণা দেন, অর্থাভাবে জাতীয় নারী ফুটবল দলকে মিয়ানমার পাঠাতে পারছেন না তারা। এমন ঘোষণার পরক্ষণেই কঠোর সমালোচনার মুখে দেশের ফুটবল ফেডারেশন। পরে জানা যায়, অনেক দেরিতে আবেদন করেছিল বাফুফে।
ওমন সমালোচনার পর কাজী সালাউদ্দিনের সঙ্গে সভায় বসে আগাম টাকা চাওয়ার নীতি গ্রহণ করেছেন সংস্থার বাকিরা। সোহাগ বলেছেন, ‘মেয়েদের আরও ৫টি ইভেন্ট রয়েছে। আড়াই থেকে তিন কোটি টাকা ঘাটতি রয়েছে। আবারও আগের মতো সমস্যা হবে কি না। দল যাবে না, ঘোষণা দিতে হবে কি না। তার জন্যই এই সভা।’
বাফুফের সাধারণ সম্পাদক যোগ করেন, ‘আমরা পুঙ্খানুপুঙ্খ কাজ করব। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করব। সরকার তো অভিভাবক। ক্রীড়া মন্ত্রণালয় তো আমাদের অভিভাবক। সরকারের সব সহযোগিতা নিয়ে কাজ করি আমরা। টাকার সীমাবদ্ধতা তাদেরকে জানাব।’
এসজি