নারী ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু ১৫ মে
অর্থাভাবে সাফজয়ী মেয়েদের মিয়ানমার পাঠাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে কঠোর সমালোচনার মুখে কাজী সালাউদ্দিনরা। এর রেশ না কাটতেই মেয়েদের সুখবর দিল ফেডারেশন। মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, নারী ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে ১৫ মে।
শনিবার (৮ এপ্রিল) সভায় বসে নারী সুপার লিগের সাংগঠনিক কমিটি। এই আলোচনা শেষে সুখবর দেন কমিটির চেয়ারম্যান কিরণ। তিনি বলেছেন, ‘১৫ মে থেকে ফ্রাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হবে। চারটি দল অংশগ্রহণ করবে। একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল ম্যাচ।’
টুর্নামেন্টে ফরম্যাট ও শুরুর দিনক্ষণ ঠিক করলেও চার ফ্র্যাঞ্চাইজির নাম জানাতে পারেনি আয়োজকরা। সামনের সপ্তাহে আরেকটি সভা শেষে প্রকাশ করা হবে এসব তথ্য। এমনটা নিশ্চিত করেছেন টুর্নামেন্টে স্বত্বধিকারী কে স্পোর্টসের প্রধান ফাহাদ করিম বলেছেন।
ফাহাদ জানিয়েছেন, ‘আমরা আজ নীতিগত সিদ্ধান্ত নিয়েছি চার দল নিয়ে করার। আগামী সপ্তাহে ফ্রাঞ্চাইজিদের নাম ও আর্থিক বিষয় নিয়ে সভা রয়েছে।’ কে স্পোর্টসের এই কর্তা আরও জানান যে ঈদের পর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
পূর্বে ক্রিকেট ও হকির ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া নিয়ে প্রশ্ন উঠে। তবে নারী লিগে এমন কিছু হবে না বলে আশ^স্ত করেছেন ফাহাদ, ‘খেলোয়াড়দের পারিশ্রমিক স্বত্তাধিকারী প্রতিষ্ঠান কে স্পোর্টস থেকে দেওয়া হবে। পারিশ্রমিক নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না।’
/এএস