ফ্রেইবুর্গের ধাক্কায় জার্মান কাপ শেষ বায়ার্নের
জুলিয়ান ন্যাগলসম্যানকে ছাঁটাইয়ের ঘটনা এখনো রহস্যে ঘেরা। মৌসুমের মাঝপথে ক্লাব কর্তৃপক্ষ কোচকে বিদায় করে দেওয়ায় অবাক হয়েছে খোদ বায়ার্ন মিউনিখের ফুটবলাররা। সিদ্ধান্তটা যে কতটা আত্মঘাতী ছিল সেটা দ্রুতই আঁচ পেল বায়ার্নের হর্তাকর্তারা।
নতুন কোচ থমাস টুখেলের অধীনে টানা ২টি ম্যাচও জেতা হয়নি জামার্ন জায়ান্টদের। মঙ্গলবার রাতে তাদের স্তব্ধ করে দিয়েছে ফ্রেইবুর্গ। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে বায়ার্ন। ফ্রেইবুর্গের ধাক্কায় জার্মান কাপ শেষ তাদের।
সপ্তাহ দুয়েক আগে চাকুরিচ্যুত ন্যাগলসম্যানের পদে চাকুরি পান টুখেল। নতুন ঠিকানায় তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল সাবেক ক্লাবের বিপক্ষে। ২০১৫-২০১৭ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন টুখেল। এই ক্লাবটির বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন অধ্যায় শুরু করেন তিনি।
গত শনিবার রাতে কঠিন সেই পরীক্ষা উত্তরে যান টুখেল। ডর্টমুন্ডের বিপক্ষে লিগ ম্যাচে তার দল জিতে ৪-২ ব্যবধানে। কিন্তু নতুন ক্লাবে দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন টুখেল। যদিও জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে ভালো দল ছিল বায়ার্ন, তবুও ফ্রেইবুর্গ বাধা টপকাতে পারেনি।
নকআউট ম্যাচে ঊনবিংশ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। হেডে স্বাগতিকদের লিড উপহার দেন দায়োত উপমেকানো। ৮ মিনিট বাদেই তাদের এগিয়ে থাকার স্বস্তি কেড়ে নেন নিকোলাস হোয়েফলার। তার স্ট্রাইকে সমতায় ফিরে ফ্রেইবুর্গ। প্রথমার্ধও শেষ হয় ১-১ গোলে।
ম্যাচের ইনজুরি টাইমে সর্বনাশ হয় বায়ার্নের। ৯৫ মিনিটে লুকাস হোয়েলারের সফল পেনাল্টি শটে জয়সূচক গোলের দেখা পায় ফ্রেইবুর্গ। তাতে জার্মান কাপে ব্যাক-টু-ব্যাক সেমিফাইনাল নিশ্চিত হলো ক্লাবটির। গত মৌসুমে এই টুর্নামেন্টে শিরোপা লড়াইয়ে লিপজিগের কাছে হেরেছিল তারা।
অপরদিকে, টানা তৃতীয় মৌসুম জার্মান কাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো বায়ার্ন।
আরএ/