দুর্দান্ত প্রত্যাবর্তনে লিভারপুলকে বিধ্বস্ত করল ম্যানসিটি
ম্যাচজুড়েই দাপুটে পারফরম্যান্স উপহার দেয় ম্যানচেস্টার সিটি। যদিও ধারা বিপরীতে প্রথম গোলটা হজম করে তারাই।
কিন্তু সেই লিড আগলে রাখা তো দূরের কথা; উল্টো নাকানিচুবানি খেয়েছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। দুর্দান্ত প্রত্যাবর্তনে তাদের বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
শনিবার (১ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। এই জয়ে ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই রয়ে গেছে সিটিজেনরা। অপরদিকে, ২৭ ম্যাচে ৪২ পয়েন্টে ষষ্ঠ স্থানে নড়বড়ে অবস্থান লিভারপুলের।
এদিন শুরু থেকেই অলরেডদের ম্যানসিটি। প্রথমার্ধে ৬০ শতাংশ সময় বল দখলে রাখে সিটিজেনরা। আক্রমণেও ছিল একচেটিয়া আধিপত্য। তাদের ৫ শটের ২টি ছিল লক্ষ্যে।
একাদশ মিনিটে দারুণ একটি পাস বাড়ান রিয়াদ মাহরেজ। কিন্তু রদ্রি শট নেন অতিথি গোলরক্ষক আলিসন বরাবর।
পঞ্চদশ মিনিটে অল্পের জন্য জালে জড়ায়নি মাহরেজের ফ্রি-কিক। ধারার বিপরীতে লিভারপুলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। সপ্তদশ মিনিট কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় অলরেডরা। ডিয়েগো জোতার বুদ্ধিমত্তায় বল পান সালাহ, যা দুর্দান্ত ফিনিংশে ম্যানসিটির জালে পাঠান মিসরীয় ফুটবল জাদুকর।
তবে লিগ বেশিক্ষণ আগলে রাখার সৌভাগ্য হয়নি ক্লপের শিষ্যরা। ২৭ মিনিটে ম্যানসিটিকে সমতায় ফেরান জুলিয়ান আলভারেজ। ২৩ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন জ্যাক গ্রিলিশ। তাতে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান কেভিন ডি ব্রুয়েন। কৃতিত্বটা ছিল মাহরেজের। ৪৬ মিনিটে ডানপ্রান্ত থেকে চমৎকার একটি ক্রস বাড়ান তিনি, যা নাগালে নিতে পারেননি আলিসন এবং সহজ ফিনিশিংয়ে বল প্রতিপক্ষের জালে পাঠান বেলজিয়ান মিডফিল্ডার।
আলভারেজ-ডি ব্রুয়েনের পর স্কোরশীটে নাম তুলেন ইকাই গুন্ডোগান। ৫৩ মিনিটে তার শট রুখে দেন লিভারপুল ডিফেন্ডার ট্রেন্ট আলেজান্ডার-আরনোল্ড। তবে ফিরতি বল পেয়ে আর ভুল করেননি ৩২ বছর বয়সী জার্মান ফুটবলার। দলকে এগিয়ে নেন ৩-১ ব্যবধানে।
দ্রুত জোড়া গোল হজমে আর ম্যাচে ফেরার সৌভাগ্য হয়নি লিভারপুলের। উল্টো ৭৪ মিনিটে চতুর্থবার কেঁপে উঠে তাদের জাল। ডি ব্রুয়েনের অ্যাসিস্টে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গ্রিলিশ।
এমএমএ/