সাফজয়ী মেয়েদের অলিম্পিকে পাঠানোর টাকা নেই বাফুফের
২১ সেপ্টেম্বর, ২০২২। দিনটা বাংলাদেশের জন্য স্মরণীয়। সেদিন ছাদখোলা বাসে সাফজয়ী মেয়েদের শোভাযাত্রা উৎসবের রঙে রাঙিয়েছিল লাল-সবুজ দেশকে। সুখকর সেই স্মৃতির বছর না পেরুতেই হতাশার খবর- সাফজয়ী মেয়েদের অলিম্পিক বাছাইয়ে পাঠানোর টাকা নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
নেপালে সাফ জয়ের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি সাবিনা খাতুনদের। গত মাসে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। সেটা বাতিল হয় স্বাগতিক ফেডারেশনের জন্য। মিয়ানমার সফর করে সেই দুঃখ ভুলবার কথা ছিল মেয়েদের।
এপ্রিলের প্রথম সপ্তাহে মিয়ানমারে হবে অলিম্পিক গেমস ফুটবলের বাছাই। সেখানে অংশ নিতে ৩ এপ্রিল দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। কিন্তু বুধবার (২৯ মার্চ) বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, টাকার অভাবে সাবিনাদের মিয়ানমার পাঠাচ্ছেন না তারা।
ভিডিও বার্তায় সোহাগ বলেছেন, ‘বাছাইয়ে অংশগ্রহণের জন্য যাবতীয় খরচ বহন করতে হবে অংশগ্রহণকারী দেশকে। দল পাঠাতে যে পরিমাণ খরচ হবে, তা বহন করার মতো অবস্থা নেই বাফুফের। তাই আমরা জাতীয় নারী ফুটবল দলকে মিয়ানমার না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
বাছাই টুর্নামেন্টটি এএফসির সাধারণ সূচির বাইরে। মেয়েদের সেখানে পাঠাতে কমপক্ষে অর্ধকোটি টাকার প্রয়োজন, যা এই মুহূর্তে বাফুফের পক্ষে যোগান দেওয়া অসম্ভব। ফেডারেশন আর্থিক সহায়তা চেয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। তবে সোহাগের ঘোষণায় এটা নিশ্চিত হলো যে সাফজয়ী মেয়েদের পাশে দাঁড়ায়নি কেউ।
এসজি